X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘মানুষ মরার পরে দিছে কার্ফু’

জাহিদ হাসান, সিলেট
২৭ মার্চ ২০১৭, ১৯:৪১আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:৫১

বোমা বিস্ফোরণে আহতরা ‘কার্ফু জারি করলায় (করেছে), ১৪৪ ধারা দিলায় (দিয়েছে)। মানুষ মরবার আগে দিত, মানুষ মরবার আগে ১৪৪ ধারা জারি করত। কিন্তু মানুষ মরার পরে দিছে কার্ফু।’ কথাগুলো বলছিলেন শনিবার (২৫ মার্চ) জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত মদন মোহন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম অপুর চাচা মো. জাহাঙ্গীর আলম। সিলেটে আতিয়া মহলের জঙ্গি আস্তানায় চলমান ‘টোয়াইলাইট’ অভিযানে শনিবার জঙ্গিদের বোমা হামলার পর কারফিউ জারি করা প্রসঙ্গে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। জঙ্গিদের বোমা বিস্ফোরণের ওই ঘটনায় পুলিশের দুই সদস্যসহ ছয় জন নিহত হন।
সোমবার (২৭ মার্চ) বিকালে দক্ষিণ সুরমার জালোপাড়ার চাঁদনীঘাট গ্রামে নিহত অপুর বাড়িতে গেলে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছোট ছেলে পাপ্পু ও অপু। ওরা দুই ভাই একসঙ্গে সেখানে যায়। যাবার আগে আমারে কয়, আব্বা জাইগি (যাচ্ছি)। ওরা (পাপ্পু ও অপু) নামাজ বাদে যায়। আর আমি মাগরিবের নামাজ পড়তে যাই। দেখি তারা গেছে। এখন আমার ছোট ছেলে ওসমানীতে চিকিৎসাধীন আছে। কিন্তু আমার ভাতিজা আর নাই।’
জাহাঙ্গীর বলেন, ‘দুই বছর আগে মারা গেছে আমার ভাই (নিহত অপুর বাবা)। আর আমি বিয়া-সাদি দেরিতে করেছি, তাদের মানুষ করার লাগি। এটাই আমার তগদিরে (তকদিরে) ছিল।’
এক ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিল ওয়াহিদুল ইসলাম অপু। তার বড় বোন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। আর ছোট দুই বোন স্কুলে পড়ালেখা করছে। অপু নিজে ছিলেন মদন মোহন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কিন্তু জঙ্গিদের বোমার আঘাতে মৃত্যু ঘটলো তার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোঁড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।
২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের পাশে দুই দফা কাউন্টার অ্যাটাকে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন র্যা বের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিযানে তাদের হাতে অন্তত দুই জঙ্গি নিহত হয়েছেন।

আরও পড়ুন-

আতিয়া মহলে বিস্ফোরণ, কালো ধোঁয়া

আতিয়া মহলে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও প্রকাশ

নিরাপদ আশ্রয়ে ছুটছেন আতিয়া মহলের আশপাশের মানুষ

সংযত হয়ে জঙ্গি হামলার খবর পরিবেশনের আহ্বান প্রধানমন্ত্রীর

আতিয়া মহলে নারীসহ চার জঙ্গি নিহত, আর কেউ জীবিত নেই

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে