X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রংপুর জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

রংপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ১০:২২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১০:২৫

ছাত্রদল দীর্ঘ ১০  বছর পর রংপুর জেলা ও মহানগর ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের কমিটিতে মনিরুজ্জামান হিজবুলকে সভাপতি, শরীফুজ্জামান জোহাকে সাধারণ সম্পাদক ও ইয়াসির আরাফাত জীবনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আর মহানগর কমিটিতে নুর হোসেন সুমনকে সভাপতি, জাকারিয়া জিমকে সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান রাজিবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে, ঘোষিত কমিটিতে ত্যাগী ও দলের জন্য নিবেদিত কর্মীদের মূল্যায়ন না করায় জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। ফলে ছাত্রদল নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তাদের অভিযোগ যারা দীর্ঘ দিন ধরে আন্দোলনে সংগ্রামে অংশ নিয়ে, জেল জুলুম গ্রেফতার নির্যাতন সহ্য করে এবং দলের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া অনেক নেতা কর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।

পদত্যাগকারীদের মধ্যে আছেন- নব গঠিত জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন সুমন, যুগ্ন সম্পাদক মুনতাসির মুন্না, আব্দুল্লা আল ইমরান সুজন এবং মহানগর ছাত্রদলের নব গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মুকুট, সহ-সভাপতি নোমান হাসান , যুগ্ন সম্পাদক ইমরান হাসান, সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ।

এ ব্যাপারে নব গঠিত জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন ও মহানগর কমিটির সহ-সভাপতি নোমান হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে নুর হোসেন সুমন। যিনি কখনই ছাত্রদলের কোনও মিছিলে মিটিংয়ে বা আন্দোলন সংগ্রামে ছিলেন না। তিনি দীর্ঘ দিন ধরে ঢাকায় থাকেন। এ ছাড়া তার পিতা জাতীয় পার্টি ও ভাই ছাত্রলীগের নেতা। তাকে কীভাবে ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হলো তা বুঝতে পারছি না।’

একইভাবে মহানগর ছাত্রদলের নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাজিব ছাত্র দলের কোনও আন্দোলন সংগ্রামে ছিলেন না। প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম তমালকে কেউ চেনেন না বলেও তাদের অভিযোগ।

ছাত্রদল নেতাদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ পদে অপরিচিতি ব্যক্তিদের ছাত্রদলের নেতা বানিয়ে দেওয়া হয়েছে। অথচ যারা দলের জন্য জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে এখনও দলের জন্য কাজ করছেন তাদের কোনও মূল্যায়ন করা হয়নি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম