X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে খালেদা জিয়া বিপজ্জনক ব্যক্তি: খালেদ মাহমুদ চৌধুরী

রাজশাহী প্রতিনিধি
২৫ মে ২০১৭, ০০:২৭আপডেট : ২৫ মে ২০১৭, ০০:২৯

 

রাজশাহী গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত  জনসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী মানবতাবিরোধী অপরাধীদের নিয়ে সরকার গঠন করে খালেদা জিয়া বাংলাদেশকে কলঙ্কিত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এখন আবার তিনি নকল রাজনীতিতে নেমেছেন। বাংলাদেশের রাজনীতির জন্য খালেদা জিয়া বিপজ্জনক ব্যক্তি। তার রাজনীতি নিশ্চিহ্ন করতে হবে।’ বুধবার (২৪ মে) বিকালে রাজশাহী গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে খালেদ মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার সাহসী পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্বে দেশে জনগনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ খাদ্যে স্বয়ংসস্পূর্ণতা অর্জন, গরিব ও দুস্থদের মাঝে ভিজিডি, ভিজিএফ কার্ড বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক তৈরি করে মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। এখন আর মানুষকে না খেয়ে থাকতে হয় না।’

খালেদ মাহমুদ বলেন, ‘রাজশাহী মেডিক্যাল কলেজকে শেখ হাসিনা রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করেছেন। উত্তরবঙ্গের ১৬টি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।’ আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান তিনি।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসদুজ্জামান আসাদ প্রমুখ।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ