X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নতুন বাড়িতে ওঠা হলো না ল্যান্স নায়েক সুমনের

মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ
২৮ জুন ২০১৭, ২০:১২আপডেট : ২৮ জুন ২০১৭, ২৩:০১

এই বাড়িতেই ওঠার কথা ছিল ল্যান্স নায়ক সুমনের (ছবি- হবিগঞ্জ প্রতিনিধি)

বাড়ির পাশে বাবার দেওয়া জমিতে নতুন বাড়ি তৈরি করেছিলেন বিজিবির ল্যান্স নায়েক সুমন। কিছুদিন পর ওই বাড়িতে ওঠার কথা ছিল তার। কিন্তু সেই বাড়িতে আর ওঠতে পারলেন না তিনি।

বুধবার (২৮ জুন) দুপুরে সুমনের হবিগঞ্জের গ্রামের বাড়িতে গেলে তার আত্মীয়-স্বজনরা এসব কথা জানান। এর আগে সকাল সোয়া ১০টার দিকে লালমনিরহাটের দহগ্রামের আবুলের চর থেকে প্রায় চার কিলোমিটার পূর্ব ভাটিতে ভারতীয় অংশে তিস্তা নদী থেকে কোচবিহার-১৩ বিএসএফ ব্যাটালিয়নের উদ্ধারকারী দল সুমনের লাশ উদ্ধার করে। এ খবর পেয়ে সুমনের গ্রামের বাড়িতে যান এ প্রতিনিধি।

সুমনের বড় ভাই আশিক মিয়া বলেন, ‘একটি নতুন বাড়ি তৈরি করেছিল আমার ভাই। কিছুদিন পর তার ওই বাড়িতে উঠার কথাও ছিল। কিন্তু সেই আশা আর পূরণ হলো না তার।’

তিনি আরও বলেন, ‘সুমনের লাশ উদ্ধারের খবরে পুরো পরিবার স্তব্দ হয়ে গেছে। অন্য কাউকে সান্ত্বনা দেব কি, নিজেই মনে কোনও সান্ত্বনা খুঁজে পাচ্ছি না।’

সুমনের শ্বশুর আবুল ফজল বলেন, ‘সুমনের লাশ উদ্ধারের খবর শোনার পর থেকে আমার মেয়ে জেসমিন আক্তার বার বার জ্ঞান হারিয়ে ফেলছে। শোকে অনেকটা পাথর হয়ে গেছে সে। আগামী কয়েক মাস পর আমার মেয়েকে নিয়ে নতুন বাড়িতে উঠার কথা ছিল সুমনের।’

সুমনের চাচাতো ভাই কবির মিয়া বলেন, ‘আমার চাচা আব্দুল হেকিম (সুমনের বাবা) প্রায় ৩ মাস পূর্বে মারা গেছেন। এর আগে তিনি সুমনকে বাড়ির পাশের এক খণ্ড জমি দিয়ে যান, সেখানে সুমন নতুন একটি বাড়ি তৈরি করেছিল। নিয়তির কি পরিহাস! সে বাড়িতে আর ওঠতে পারল না সুমন।’

সুমন মিয়া (ছবি- প্রতিনিধি)

প্রসঙ্গত, ঈদের দিন সোমবার (২৬ জুন) দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে নিখোঁজ হন সুমন।  পরে বুধবার সকাল সোয়া ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন
তৈলাক্ত ত্বকের যত্নে কী করবেন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও