X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিএনপির সদস্য সংগ্রহ সভায় হাতাহাতি, আহত ৫

রাজশাহী প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২৩:৩৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ২৩:৪১

শনিবার রাজশাহী বিএনপির সদস্য সংগ্রহ সভায় হাতাহাতি হয় বিএনপির রাজশাহী জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী সভা চলাকালে দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) বিকালে নগরীর তেরখাদিয়া এলাকার সিটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী অঞ্চলের সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম মার্শাল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে সাড়ে ৪টায় নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা শুরু হয়। শুরুর দিকে জেলার অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। সভার এক পর্যায়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদকে বক্তব্য দিতে না দেওয়ায় তার সমর্থকরা চিৎকার শুরু করেন। এ নিয়ে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় সেখানে পাঁচ-ছয়টি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে ফয়সালের সমর্থকদের সঙ্গে অন্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ফয়সাল ও তার সমর্থকদের সভাস্থল থেকে বের করে দেওয়া হয়। বাইরে বের হওয়ার পর তাদের ওপর ফের হামলার ঘটনা ঘটে। পরে বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আবারও সভার কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্য হয়ে যাওয়ার পরও সাংগঠনিক সম্পাদক বক্তব্য দেওয়ার জন্য বিশৃঙ্খলা শুরু করেন। এ সময় অন্য নেতা-কর্মীরা তাকে সভাস্থল থেকে বের করে দেয়। এরা দলের মধ্যে থেকে বিশৃঙ্খলা করছে। অনুষ্ঠান পণ্ড করতে চাইছিল।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদকে বক্তব্য দিতে না দেওয়ায় সভাস্থলে একটু গণ্ডগোল হয়েছে।’ রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ জুন রাজশাহী নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মী সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ