X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ভেসে গেছে ১০ হাজার মাছের ঘের

এস এম সামছুর রহমান, বাগেরহাট
২৭ জুলাই ২০১৭, ০৮:১৪আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৮:২২

বাগেরহাটে মাছের ঘের ভেসে পানিতে গেছে। বাগেরহাটে জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে ভেসে গেছে ১০ হাজারেরও বেশি মাছের ঘের। এতে ক্ষতি হয়েছে অর্ধশত কোটি টাকা। জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার এ তথ্য জানান।
এ ছাড়া জেলার প্রায় দেড় হাজার হেক্টর জমির আমন ধানের বীজতলা পানির তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ মানুষ। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েকদিনের প্রবল বর্ষণে বাগেরহাট জেলার সদর উপজেলা, চিতলমারী, মোড়েলগঞ্জ, শরণখোলা, ফকিরহাট, মোল্লাহাট, কচুয়া ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাব্ধতা দেখা দিয়েছে। পানিবন্দি লাখো মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। গৃহপালিত পশু-পাখি নিয়ে বিপাকে পড়েছেন লোকজন। বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চিতলমারী উপজেলার মাছের ঘেরের।

জেলা মৎস্য অফিসের তথ্যমতে, বাগেরহাট জেলার ১০ হাজার ৬শ ৫০টি মাছের ঘের পানিতে ভেসে গেছে। যার আয়তন আট হাজার ৩০৭ হেক্টর। ক্ষতি হয়েছে ৫৫ কোটি সাত লাখ টাকার।

বাগেরহাট শহরতলীর হাড়িখালী এলাকার গৃহিনী কল্পনা বেগম বলেন, ‘ভৈরব নদীর জোয়ারের পানি ও প্রবল বৃষ্টিতে  বসতবাড়ি তলিয়ে গেছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি নামতে পারছে না।’

বাগেরহাটে পানিবন্দি নিম্ন আয়ের লোকজন দুর্ভোগে কাড়াপাড়া এলাকার আবুল হাসেম বলেন, ‘এলাকায় কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে রাস্তাঘাট, ঘর-বাড়ি, বাগানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নামার ব্যবস্থা না থাকায় এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পান ও মাছের ঘের তলিয়ে গেছে।

বাগেরহাটের ভৈরব নদীর ভেড়িবাঁধ ভেঙ্গে বৃষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা গ্রামসহ ১০ থেকে ১২টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই এলকার মাছের ঘের, ফসলি জমি, বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ জানান।

বাগেরহাটে লাখো মানুষ পানিবন্দি। নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাট সদর উপজেলার পক্ষ থেকে একটন চিড়া ও ২শ কেজি গুড় বিতরণ করা হয়েছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক  আফতাব উদ্দিন বলেন, ‘গত এক সপ্তাহে বাগেরহাট জেলায় প্রায় তিনশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির পানিতে কৃষি জমির বীজতলা ও সবজি এবং পানের বরজ তলিয়ে গেছে। বাগেরহাটে প্রায় দেড় হাজার হেক্টর পানের বরজ ও আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার বলেন, ‘টানা বর্ষণ জোয়ারের পানিতে সদর উপজেলা ও চিতলমারিসহ বিভিন্ন এলাকার ১০ হাজার মৎস্য ঘের তলিয়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

/এসএমএ/

আরও পড়ুন
বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

উপকূলের আড়াই লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ