X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বন্যায় জামালপুরে যত ক্ষয়ক্ষতি

জামালপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ০৪:৩৩আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০৪:৩৫

Jamalpur জামালপুরে এবারের বন্যায় সাত উপজেলার সবগুলোই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলাগুলোর মধ্যে রয়েছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলা। এই ৭ উপজেলার মোট ৪৮টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, এবারের বন্যায় জেলার মোট ৪৪৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই লাখ ২৮ হাজার ৮৮০ জন মানুষ বন্যাকবলিত হন। সব মিলিয়ে বন্যায় জেলায় মোট ৪৫ হাজার ৫৫টি পরিবার ক্ষতির সম্মুখীন হয়। এ সময় পানিতে ডুবে ১০ জন, বিদ্যুৎ স্পর্শে দুইজন, বজ্রপাতে দুইজন এবং সাপের কামড়ে একজনের মৃত্যু হয়। বন্যায় মোট ৩২৬টি ঘরবাড়ি, ২৭৩ কিলোমিটার কাঁচা রাস্তা ও ৪৫ কিলোমিটার পাকা রাস্তা আংশিক ক্ষতি হয়।

৮ কিলোমিটার বাঁধের অংশিক ক্ষতি হয়। ৭ হাজার ৪৭০ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ৪১০টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় দুই সপ্তাহেরও বেশী সময় এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে। বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগবালাই প্রতিহত করার জন্য মোট ৭৫টি মেডিকেল টিম র্দুগত এলাকায় কাজ করে যাচ্ছে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা একেএম শহীদুল ইসলাম জানান, বন্যা পরবর্তী কোনও রোগবালাই এবার নেই বললেই চলে। তবে দুই একজন ডায়রিয়ার রোগী পাওয়া গেছে।

বন্যায় পানিতে পুকুর ভেসে গেলেও পুকুরের চারপাশে জাল দিয়ে ঘের তৈরি করে মাছ রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। মানুষের র্দুভোগ বেড়ে গেলেও বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষ নিজ ঘরে ফিরে নতুন করে সবকিছু শুরু করেছে। তবে বন্যায় সরকারিভাবে যেসব ত্রাণ দেওয়া হয় তা চাহিদার তুলনায় খুবই কম বলে জানান বন্যা আক্রান্ত ইউনিয়নের চেয়ারম্যানরা।

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে বন্যায় ত্রাণসামগ্রী বেছে বেছে তার নিজের লোকজনদের দেওয়ার অভিযোগ উঠেছে। তবে চেয়ারম্যান আব্দুল ছালাম এমন অভিযোগ অস্বীকার করেছেন। বন্যা পরবর্তী সময়ে বাজার পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক ছিল। বর্তমানে চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে বেশ হিমশিম খেতে হচ্ছে। বন্যা পরবর্তী সময়ে গৃহহীনদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র