X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দুর্ভোগ কমেনি ডিমলা ও জলঢাকার বানভাসি মানুষের

নীলফামারী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:৫৪

নীলফামারীর বন্যা কবলিত একটি এলাকা নীলফামারীতে বন্যা পরিস্তিতির কিছুটা উন্নতি হয়েছে। তিস্তার পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগ কমেনি ডিমলা ও জলঢাকার দুই লক্ষাধিক মানুষের। হাতে কাজ না থাকায় আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে তাদের। বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে নানা রোগ। নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চারটি গ্রাম একেবারে নদীর অভ্যন্তরে। ওই চার গ্রামের দশ হাজার মানুষের ভোগান্তি এখন আরও বেড়েছে।

পূর্ব ছাতনাই কলোনি গ্রামের মিজানুর রহমান (৪৫) বলেন, ‘বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি জেলার ডিমলা ও জলঢাকার দশটি ইউনিয়নের ১৫ হাজার মানুষের। এখনও পানিতে তলিয়ে রয়েছে তাদের বাড়ি-ঘর। সরকারিভাবে যেটুকু সহযোগিতা করা হচ্ছে, সেটি পর্যাপ্ত নয়।’

পুর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, বানভাসী মানুষের বন্যা পরবর্তী পুনর্বাসন করা জরুরি হয়ে পড়েছে। ঘর-বাড়ি স্থাপন, ফসলী জমির বীজ সরবারহ, বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) ঋনের কিস্তি সাময়িক বন্ধসহ আর্থিক সহায়তা একান্ত দরকার।

উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘আমার এলাকার ৬৯২ জন বানভাসীকে ১০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে। তা প্রয়োজনের তুলনায় একবারেই কম।’

তিনি বলেন, ‘পানিবন্দি পরিবারগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। শিশুদের দেখা দিয়েছে চর্মরোগ আমাশয় ও ডায়রিয়া। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা বিভাগ। জেলা প্রশাসনের উদ্যোগে খোলা হয়েছে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। পাশাপশি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলো দিচ্ছে স্বাস্থ্যসেবা।’

নীলফামারী সিভিল সার্জন রণজিত কুমার বর্মন বাংলা ট্রিবিউনকে জানান, ‘বন্যা কবলিত ইউনিয়নগুলোতে সার্বক্ষণিক স্বাস্থ্য বিভাগের কর্মীরা কাজ করছেন।’

নীলফামারীর বন্যা কবলিত একটি এলাকা জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্যা কবলিত এলাকার প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে ১ লাখ টাকা ও ৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘এ জেলার জন্য ১৮০ মেট্রিক টন চাল এবং সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। প্রয়োজন অনুযায়ী যেখানে যতটুকু লাগে দেওয়া হবে। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৬টায় বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। গত বুধবার (৯ আগস্ট) ভারী বর্ষণ আর উজানের ঢলে নীলফামারী জেলার তিনটি উপজেলার নিম্নাঞ্চলসহ সদর, ডিমলা ও জলঢাকার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৬টায় বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তা শনিবার (১২ আগস্ট) বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে রবিবার (১৩ আগস্ট) সকাল ৬টায় বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে তিস্তা অববাহিকায় রেড এলার্ট জারী করে পাউবো।

গত রবিবার (১৩ আগস্ট) ভারী বর্ষণ ও উজানের পাহাড়ী ঢলে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে