X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিয়ানীবাজারে ২ বোন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৯:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:০৭

আদালত

সিলেটের বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রবিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক জুলফিকার হায়াৎ এ রায় দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি ফখরুল ইসলাম জানান, পাঁচ আসামিকে যাবজ্জীবন ও একজনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিামানাকৃত টাকা দুই ভিকটিমকে দিতে বলা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে জয়নুল ইসলাম, একই এলাকার আবদুল বাছিত, হাসান আহমদ হাসনু, পূর্ব পইলগ্রামের কালাম আহমদ, কানাইঘাটের বড়দেশ গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সেলিম আহমদ। বেখসুর খালাস পাওয়া ব্যক্তির নাম হলো খায়রুল ইসলাম মাতুয়া।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ মে দিনগত রাতে ৮-১০ জন মুখোশধারী বিয়ানীবাজারে এক চানাচুর বিক্রেতার ঘরে সিঁদ কেটে ঢুকে। অস্ত্রের মুখে স্ত্রীসহ চানাচুর বিক্রেতাকে বেঁধে রেখে তাদের ২ মেয়েকে ধর্ষণ করে। ওই দুই বোন সে বছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছিলেন। এ ঘটনায় ২৫ মে পাঁচজনকে আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা করেন দুই ভিকটিমের বাবা। একই বছরের ১২ অক্টোবর ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার তৎকালীন ওসি আবুল কালাম আজাদ। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ভিকটিম দ্বয়ের বাবা বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইছি (পেয়েছি)। এখন বাকি (অবশিষ্ট) জীবনে আমার পুড়িরা (মেয়েরা) নিরাপত্তা পাইলে (পেলে) আমার শান্তি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ