X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জাবিতে আরাফাতের ভর্তি নিতে হাইকোর্টের নির্দেশ

জাবি প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ২০:৪০আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২১:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জেএম আরাফাত ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করানোর সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২১ আগস্ট) বিচারপতি মো. কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, কলা ও মানবিকী অনুষদের ডিন এবং বাংলা বিভাগের সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুনানিতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বাংলা ট্রিবিউনকে জানান, গত ১৭ আগস্ট আরাফাত ইসলাম রিট আবেদনটি দায়ের করেন। শুনানি শেষে আদালত সোমবার এই আদেশ দেন।

তিনি বলেন, ‘আরাফাত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কলা ও মানবিকী অনুষদের মেধাতালিকায় ৭১তম হয়েছিলেন। তিনি ভর্তির যোগ্য বলেই তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ফল সমতাকরণের ক্ষেত্রে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি না রাখার ভুলের কথাও বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকার করেছে। তাই আরাফাতকে ভর্তি না করানোর সিদ্ধান্ত অযৌক্তিক।’

আরাফাতকে বাংলা বিভাগে ভর্তি না করলেও অন্য কোনও বিভাগে ভর্তি করানো উচিৎ ছিল বলে মনে করেন এই আইনজীবী।   

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষায় কলা ও মানবিক অনুষদের (সি ইউনিট) মেধা তালিকায় ৭১তম হয়েছিলেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেএম আরাফাত ইসলাম। প্রকাশিত ফলে অনুষদের ছয়টি বিভাগে তাকে ভর্তির যোগ্য দেখানো হয়। কিন্তু শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে বাংলা বিভাগ তাকে ভর্তি না করানোর সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানে জানা যায়, ফল সমতাকরণে ভুলবশত উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি না রাখায় সৃষ্ট পরিস্থিতির শিকার হন আরাফাত।

এ নিয়ে গত ৫ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনে ‘‘ভর্তি কমিটির ‘ভুলে’ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নভঙ্গ আরাফাতের’’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সোমবার সন্ধ্যায় আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভুলের দায় আমাকে নিতে হবে কেন! আমি ভর্তির সুযোগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। কোনও জবাব পাইনি। তিন মাস আগে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আব্দুল হামিদের কার্যালয়ে আবেদন করেছিলাম। সেখান থেকে কোনও রেসপন্স আসেনি। অনেক কাটখড় পুড়িয়ে আমাকে রিট আবেদন করতে হলো।’

আরও পড়ুন: ভর্তি কমিটির ‘ভুলে’ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নভঙ্গ আরাফাতের

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা