X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীপুরে র‌্যাব পরিচয়ে পেনশনের টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৪৯

গাজীপুর ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা। র্যা ব পরিচয়ে তাদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করে নেওয়া হয়। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্রীপুরের গাড়ারন এলাকায় ছিনতাইয়ের শিকার হন ওই দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দেওয়া হছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।
ছিনতাইকারীদের কবলে পড়া দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলেন— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া মুকুন্দ এলাকার মৃত হযরত আলীর ছেলে কামরুজ্জামান ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মৃত আব্দুল অহিদের ছেলে জামাল উদ্দিন।
কামরুজ্জামান জানান, তিনি পেনশনের এককালীন ৪৪ লাখ ৪৫ হাজার টাকা পান। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্রীপুর শাখা সোনালী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা একই ব্যাংকের গফরগাঁও শাখায় নিজের আরেকটি হিসাবে ট্রান্সফার করেন তিনি। বাকি ৪ লাখ ৪৫ হাজার টাকা নগদ তুলে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান। এসময় তার সঙ্গে ছিলেন সহকর্মী জামাল উদ্দিন। তিনি ব্যাংক থেকে পেনশনের মাসিক ১৭ হাজার টাকা উত্তোলন করেন। টাকা তোলার পর দু’জন একসঙ্গেই বের হন ব্যাংক থেকে। পরে তারা গ্যাসচালিত অটোরিকশায় চড়ে শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ির পথে রওনা হন।
কামরুজ্জামান বলেন, ‘অটোরিকশাটি বরমী সড়কের গাড়ারন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের সিএনজির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে সাদা পোশাকে চার জন লোক নেমে এসে নিজেদের র্যা ব পরিচয় দেয়। তারা আমাদের মারধরের ভয় দেখায়। আমাদের অটোরিকশায় অন্য যাত্রীরা থাকলেও তারা ভয়ে ভীত হয়ে পড়েন। পরে র্যা ব পরিচয় দেওয়া ওই চার জন আমাদের জোর করে মাইক্রোবাসে তুলে হাত ও চোখ বেঁধে ফেলে। তারা আমাদের সঙ্গে থাকা সব টাকা-পয়সা, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।’ পরে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ডোয়াইবাড়ী এলাকার একটি গভীর শালবনের ভেতর তাদের দু’জনকে নামিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ‘র্যা ব পরিচয়ে ছিনতাইয়ের একটি ঘটনার অভিযোগ পেয়েছি। একজন এসআইকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

আরও পড়ুন-
ঈদযাত্রার সড়ক দুর্ঘটনায় এএসআইয়ের মৃত্যু

চট্টগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৬ মে, ২০২৪)
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা