X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কর্মস্থলে ফিরতে দালালদের কাছে জিম্মি দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীরা

বরিশাল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৪৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৪৬

কর্মস্থলে ফিরতে দালালদের কাছে জিম্মি দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীরা ঈদুল আজহার পর সড়ক পথে যানযটের কারণে কর্মস্থলে ফিরতে অধিকাংশ যাত্রী নৌ-পথ বেঁছে নেন। আর এ সুযোগে দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীরা দালালদের কাছে জিম্মি হয়ে বিড়ম্বনায় পড়েছেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার বেসরকারি লঞ্চের কেবিন টিকিট মেলেনি কাউন্টারগুলোতে।

যাত্রীদের অভিযোগ, অনেক কাঠখড় পুড়িয়ে কালোবাজারে লঞ্চের কেবিন টিকিট পাওয়া গেলেও দুই থেকে তিন গুণ টাকা গুনতে হয়েছে।

লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ঈদের ছুটি শেষে কেবিন যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি লঞ্চের কেবিন-টিকিট সোনার হরিণ হয়ে গেছে।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির ম্যানেজার জাকির হোসেন জানান, অতিরিক্ত যাত্রীর কারণে গত শুক্র ও বৃহস্পতিবারের কেবিন টিকিট বিক্রিতেও তাদের হিমশিম খেতে হয়েছে।

সুরভী লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার মো. রাকিব জানান, প্রতি কেবিন টিকিটের বিপরীতে চাহিদা ছিল ২ থেকে ৩ গুণ। তাই সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি। যারা আগে বুকিং দিয়েছিলেন তারাই কেবল টিকিট পেয়েছেন।

শুক্রবার বরিশাল নৌ-বন্দর থেকে সরকারি দুটি জাহাজের পাশাপাশি বেসরকারি লঞ্চ মিলিয়ে ২০টি নৌযান বরিশাল-ঢাকা রুটে যাত্রী পরিবহন করলেও অতিরিক্ত চহিদা থাকায় এসব নৌযানের কেবিন টিকিট পাননি অধিকাংশ যাত্রী।

বিআইডব্লিউটিএ’র বরিশাল অফিসের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও যাত্রী সেবা) আজমল হুদা মিঠু বলেন,  বৃহস্পতি ও শুক্রবারের কেবিন টিকিট ঈদের আগেই বিক্রি হয়ে গেছে। শুক্রবার বন্ধের দিনে যাত্রীদের চাপ সামাল দিতে সরকারি ও বেসরকারি জাহাজে স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করা হলেও কেবিন টিকিট মিলছে না। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণাঞ্চলের অনেক যাত্রীই লঞ্চের খোলা ছাদে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

জিবুন্নেসা নামে এক যাত্রী জানান, বৃহস্পতিবার সকালে শুক্রবারের টিকিট কিনতে গিয়েও কেবিন টিকিট পাওয়া যায়নি। কাউন্টারগুলো থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সব কেবিন  টিকিট বিক্রি হয়ে গেছে। অথচ লঞ্চ টার্মিনালে দুই/ তিন গুণ বেশি দাম দিয়ে দালালের কাছ থেকে কালোবাজারে টিকিট কিনছেন অনেকে।

নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা আবদুল হালিম জানান, দিনভর সুন্দরবন ও সুরভী লঞ্চের কাউন্টারে ধরনা দিয়েও তিনি কেবিন-টিকিট পাননি। লঞ্চ টার্মিনালে কালোবাজারে টিকিট পেলেও দাম অতিরিক্ত থাকায় তা তিনি নিতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিঙ্গেল কেবিনের ভাড়া ৯০০-১০০০ টাকার হলেও দালালের মাধ্যমে কালোবাজারে শুক্রবারের টিকিট বিক্রি হয়েছে ২৫ থেকে ২৮শ’ টাকায়।

 

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতিবাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার নিশ্চিতের দাবি
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েশন আয়োজন
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস