X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় হেফাজতের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১২

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় হেফাজতের মিছিল (ছবি- প্রতিনিধি)

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময় দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি পালিত হয়।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম। এ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে হাউজ বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়। প্রায় একই সময়ে চট্টগ্রামের কোতোয়ালী থানার আন্দরকিল্লা জামে মসজিদের সামনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলাম সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ মিছিল নগরীর তেরিবাজার এলাকা হয়ে লালদীঘির ময়দানে গিয়ে শেষ হয়। এছাড়া আরও কয়েকটি জেলায় হেফাজতে ইসলাম এ কর্মসূচি পালন করে। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

নারায়ণগঞ্জ: রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ জেলায় হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) মিয়ানমার দূতাবাস ঘেরাও করার কর্মসুচি ঘোষণা করা হয় এবং এ কর্মসূচি সফল করার জন্য সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার জুমার নামাজের পর জেলার ডিআইটি এলাকায় নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত এ বিক্ষোভ সামবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন মহানগর হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান, ইসলামী আন্দোলনের নেতা মাসুম বিল্লাহ, মাওলানা সফিকুল ইসলামসহ অনেকে।

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে হেফাজতের বিক্ষোভ (ছবি- প্রতিনিধি)

নেত্রকোনা: রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জেলায়ও বিক্ষোভ মিছিল হয়েছে। জেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের জেলা শাখার আমির আল্লামা তাহের কাশেমী, আবুল বাশার হাদিসহ সংগঠনের অন্য নেতারা। সমাবেশ শেষে রোহিঙ্গাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে হেফাজতের মিছিল (ছবি- প্রতিনিধি)

ফরিদপুর: রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদপুর হেফাজত ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর শহরের আলীপুর গোরস্তান জামে মসজিদের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে এখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হেফাজত ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী সভাপতিত্ব করেন। সভায় হেফাজত ইসলামের নেতারা বক্তব্য রাখেন।

 

/এমএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট