X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাজাপুর সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১৯:৫৬আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৯:৫৮





চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে কবির (৪২) নামের এক বাংলাদেশিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বিকালে একটি কলাবাগানে এ ঘটনাটি ঘটেছে। তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উথলী ইউনিয়নের সাবেক সদস্য আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জীবননগর থানা ওসি এনামুল হক জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি এই মাত্র শুনেছি। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি কোথায় ঘটেছে, এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, জীবননগর হাসপাতালে একটি লাশ পাওয়া গেছে বলে শুনেছি। তবে তার লাশ কোথা থেকে উদ্ধার করা হয়েছে। সে সম্পর্কে আমার কিছু জানা নেই।

গ্রামবাসী জানিয়েছেন, উপজেলা সীমান্তের রাজাপুর গ্রামের মজিবর রজমান মন্দারের ছেলে কবির হোসেন মাদক চোরাচালানী। এর পাশাপাশি তিনি বিজিবির সোর্স হিসেবেও কাজ করতেন। বেশ কিছু দিন ধরে ভারতীয় মাদক ব্যবসায়ীদের মাদক বিজিবি দিয়ে ধরিয়ে দেওয়ার কারণে ভারতীয় মাদক ব্যবসায়ীরা তার ওপর নাখোশ ছিল। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতের অভ্যন্তরের একটি কলাবাগানে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও গলা কেটে ফেলে রাখে। পরে খবর পেয়ে তার স্বজনরা গুরুতর আহত কবিরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. হেলেনা আক্তার নিপা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় স্বজনরা তার লাশ তড়িঘড়ি করে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন বলেন জানা গেছে।

নিহনের ছোট ভাই আব্দুল সবুর জানান, তার ভাই বিজিবির সোর্স হিসেবে কাজ করতো। যে কারণে তার ওপর ভারতীয় মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত ছিল। একারণে কৌশলে তার ভাই কবিরকে ভারতীয় সীমান্তে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে