X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতে নকল জমা দিলো পরীক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ০০:০২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০০:০৪

বগুড়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) পরীক্ষার্থীরা ভ্রাম্যমাণ আদালতে এক ব্যাগ নকল জমা দিয়েছে। হাটশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন মোবাইল ফোনে ধারণ করায় এক কলেজছাত্রসহ দু’ জনকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদেরের ভ্রাম্যমাণ আদালত তাদের হাতে-নাতে ধরার পর এ জরিমানা করেন।

তারা হলো হাটশেরপুর গ্রামের নজির হোসেনের ছেলে ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে অনার্সের ছাত্র সাকিল মিয়া (২০) এবং একই গ্রামের অধীর চন্দ্রের ছেলে বনবাসী চন্দ্র (১৮)।

সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, ‘কোমলমতি শিশুরা নকলে আক্রান্ত। বুধবার হাটশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় শিশুরা স্বেচ্ছায় তাকে এক ব্যাগ নকল ফেরত দিয়েছেন। শিশুদের হাতে নকল দেখে তিনি খুব কষ্ট পেয়েছেন।’

তিনি আরও জানান, শিশুদের হাতে নকল তুলে দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছেন। পেলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

আদালত সূত্র জানায়, বুধবার হাটশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইসির প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা চলছিল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদের কেন্দ্রের বাইরে থেকে মোবাইল ফোনসহ সাকিল ও বনবাসীকে আটক করেন। তাদের মোবাইল ফোনের ফটো গ্যালারিতে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে কলেজছাত্র সাকিলকে ১০ হাজার ও বনবাসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিভাবকরা জরিমানার টাকা পরিশোধ করেছেন।

গত ১৯ নভেম্বর রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোনে পিইসি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র কপি করায় ওই স্কুলের দফতরি কাম নৈশপ্রহরী রাসেল মিয়াকে (২৩) দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাকে ১০ দিনের জেল দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। গত ২০ নভেম্বর নারচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টা আগে প্রশ্নের প্যাকেটের সিলগালা খুলে দুটি প্রশ্ন গায়েবের অভিযোগ উঠেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদের কেন্দ্র পরিদর্শনকালে একটি প্যাকেটের সিলগালা খোলা এবং ভেতরে দুটি প্রশ্ন কম দেখতে পান। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে কেন্দ্রসচিব প্রধান শিক্ষক এসএম রইচ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে