X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৩:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:২০


স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর মৃত্যুদণ্ড গাজীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বামী আয়নাল হককে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন গাজীপুর দায়রা ও জজ আদালতের বিচারক একেএম এনামুল হক। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়াও একই মামলায় আইনের অন্য ধারায় আসামিকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডিত আয়নাল হক গাজীপুর মহানগরের বাইমাইল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। রায় ঘোষণার সময় মামলার আসামি আয়নাল হক আদালতে উপস্থিত ছিলেন।
মামলার উদ্ধৃতি দিয়ে গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহম্মদ বলেন, ‘২০১৫ সালের ১ জানুয়ারি রাতে গৃহবধূ আনোয়ারা বেগমের পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এক পর্যায়ে ভিকটিমের স্বামী আয়নাল হক ও ভিকটিমের ভাই আমজাদ হোসেন আঞ্জুর কাছে ঘটনা জানতে চায় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথায় মিল না থাকায় দুইজনকে আটক করা হয়। পরে তারা জানান, স্বামী আয়নাল হক স্ত্রী আনোয়ারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ঘটনাটি ভিন্নখাতে নিতে লাশের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ঘটনার পরদিন সকালে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে ভিকটিমের স্বামী আয়নাল হক এবং ভাই আমজাদ হোসেনকে আসামি করে মামলা করেন। পরে থানা পুলিশ, সিআইডি এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের ছয় কর্মকর্তা মামলাটির তদন্ত করেন। সবশেষ মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের পরিদর্শক ওয়াদুর রহমান খান তদন্ত শেষে চলতি বছরের ১৫ অক্টোবর আদালতে আয়নাল হককে দোষী করে চার্জশিট দাখিল করেন। পরে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় দেন।’

আরও পড়ুন:
রাখাইনে এখনও সহিংসতা চলছে: ইউএনএইচসিআর

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ