X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিভাগীয় পর্যায়েও প্রথম হলো রিয়াতের ‘স্মার্ট বাইক সিস্টেম’

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ২৩:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০০:০২

 

ক্রেস্ট নিচ্ছেন মতিউর রহমান রিয়াত কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী মতিউর রহমান রিয়াতের উদ্ভাবিত ‘স্মার্ট বাইক সিস্টেম’ এবার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। শুক্রবার (১ ডিসেম্বর) রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ‘বিভাগীয় স্কিলস কম্পিটিশন ২০১৭’-এ রংপুর বিভাগের আট জেলার ১৩টি প্রতিষ্ঠানের ৩৯টি প্রকল্পের মধ্যে রিয়াতের উদ্ভাবিত ‘স্মার্ট বাইক সিস্টেম’ প্রকল্পটি প্রথম স্থান অর্জন করে। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. নুরে আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ ড. নুরে আলম বলেন, ‘‘এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী জনহিতকর একটি প্রকল্প উদ্ভাবন করে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এর আগে ইনস্টিটিউট পর্যায়ের ‘স্কিলস কম্পিটিশন-২০১৭’-তেও রিয়াতের উদ্ভাবিত ‘স্মার্ট বাইক সিস্টেম’ প্রথম স্থান অধিকার করে।’’

কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান রিয়াতের এ সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটি আমাদের জন্য আনন্দের বিষয়। এ প্রকল্পটির অনেক সুদূরপ্রসারী ফল আশা করি। রিয়াতের জন্য শুভকামনা। আশা করি জাতীয় পর্যায়েও এ প্রকল্পটি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।’

এদিকে বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) রিয়াতের ‘স্মার্ট বাইক সিস্টেম’ উদ্ভাবনকে স্বাগত জানিয়ে রিয়াতকে একটি মোটরসাইকেল উপহার দেয় কুড়িগ্রাম জেলা পুলিশ। সেই মোটরসাইকেলটিতে উদ্ভাবিত প্রযুক্তি সংযুক্ত করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেয় রিয়াত।

রিয়াত জানান, জেলা পুলিশের দেওয়া মোটরসাইকেলটিতে প্রোজেক্ট সাবমিট করেই আমি রংপুরে ‘বিভাগীয় স্কিলস কম্পিটিশন ২০১৭’ তে অংশ নেই। জেলা পর্যায়ের মতো সেখানেও আমার উদ্ভাবিত ‘স্মার্ট বাইক সিস্টেম’ প্রযুক্তি প্রথম স্থান অর্জন করেছে। এখন জাতীয় পর্যায়ে যাওয়ার পালা। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই, যেন আমার উদ্ভাবিত প্রযুক্তি জাতীয় পর্যায়ে প্রথম হয় এবং সেটি সব মোটরসাইকেল চালকদের জীবনের নিরাপত্তা দিতে ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, মতিউর রহমান রিয়াতের বাড়ি দিনাজপুরে। তার বাবা একজন স্কুলশিক্ষক। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে বাধ্য করা যায় কিনা-এমন চিন্তা থেকেই ‘স্মার্ট বাইক সিস্টেম’ নামে নতুন এ প্রযুক্তির উদ্ভাবন করেন এ তরুণ। এ নিয়ে ‘হেলমেট না পরলে চলবে না মোটরবাইক’ শিরোনামে  গত ১ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

রিয়াতের উদ্ভাবিত এ ‘স্মার্ট বাইক সিস্টেমে’ চালক হেলমেট না পরলে কোনোভাবে মোটরসাইকেল স্টার্ট করা যাবে না। এমনকি নেশাগ্রস্ত অবস্থায়ও মোটরসাইকেল চালানো যাবে না। যেহেতু হেলমেট ছাড়া বাইক স্টার্ট হবে না, তাই চুরি হওয়া থেকেও রক্ষা করা যাবে বাইক। মাত্র এক হাজার টাকা খরচ করে হেলমেটের সঙ্গে এ ধরনের সেন্সর যুক্ত করে এ অভিনব সিস্টেমের উদ্ভাবন করেছেন রিয়াত। ইন্সস্টিটিউট পর্যায়ের ‘স্কিলস কম্পিটিশন-২০১৭’-তে রিয়াতের উদ্ভাবিত ‘স্মার্ট বাইক সিস্টেম’ প্রথম স্থান অধিকার করে।

আরও পড়তে পারেন: 

‘স্মার্ট বাইক সিস্টেম’ উদ্ভাবককে পুলিশের মোটরসাইকেল উপহার
হেলমেট না পরলে চলবে না মোটরবাইক!

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট