X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৬

মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অশালীন বক্তব্য এবং বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার অভিযোগে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত  ‘ক’ অঞ্চলে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন। এই মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

মামলার বাদী অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা জানান, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে নিয়ে কটূক্তি এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে বক্তব্য দিয়েছেন মাহমুদুর রহমান। তাই মাহমুদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি রাষ্ট্রদ্রোহ ও মানমানির মামলা করেছেন।

এদিকে, একই অভিযোগে কুমিল্লায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেছেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা শহর ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাড. মো. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট ১নং আমলি আদালতে তিনি এ মামলা করেন। আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলার বাদী অ্যাড. মো. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ তার লিখিত অভিযোগে বলেন, গত ১ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ঢাকা জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। এতে সরকার ও রাষ্ট্রের আনুমানিক এক হাজার কোটি টাকার সম্মান ক্ষুন্ন হয়েছে।

প্রসঙ্গত, একই অভিযোগে গত কয়েকদিনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনা, কুষ্টিয়া, যশোর, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলায় মামলা হয়েছে।

আরও পড়ুন:

গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি

সিলেট আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিন জেলায় রাষ্ট্রদ্রোহিতার মামলা 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড