X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর পদে আ.লীগ এগিয়ে

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২১:০৩

রসিক নির্বাচন

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ের পাল্লাই ভারি। ৩৩টি ওয়ার্ডের ১৫টিতে ক্ষমতাসীন দলের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। বাকি ওয়ার্ডগুলোর মধ্যে ৯টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ৭টিতে জয় পেয়েছে বিএনপি। মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হলেও কাউন্সিলর পদে দলটির মাত্র দুই জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, বিজয়ী ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের সবাই স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণের পর মধ্যরাতে মেয়র পদে নির্বাচনের ফল ঘোষণা করা হলেও কাউন্সিলর পদের ফল ঘোষণা করা হয় আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার এই ফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের কাউন্সিলররা হলেন— ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজার রহমান, ৪ নম্বর ওয়ার্ডে হারাধন চন্দ্র রায়, ৬ নম্বর ওয়ার্ডে মনোয়ারুল ইসলাম লেবু, ৭ নম্বর ওয়ার্ডে মাহফুজার রহমান মাফু, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুর রশীদ, ১১ নম্বর ওয়ার্ডে জয়নুল আবেদীন, ১৫ নম্বর ওয়ার্ডে জাকারিয়া আলম, ১৬ নম্বর ওয়ার্ডে আমিনুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিজু, ২৬ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম ফুলু, ২৮ নম্বর ওয়ার্ডে রহমত উল্লাহ বাবলা, ৩২ নম্বর ওয়ার্ডে মাহবুব মোরশেদ ও ৩৩ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম।

বিএনপির বিজয়ী কাউন্সিলররা হলেন— ৯ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম দেওয়ানী, ১৪ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম মিঠু, ১৮ নম্বর ওয়ার্ডে মনতাসীর শামীম লাইকো, ২৩ নম্বর ওয়ার্ডে সেকেন্দার আলী, ২৪ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন, ২৯ নম্বর ওয়ার্ডে মোকতার হোসেন ও ৩০ নম্বর ওয়ার্ডে মালেক মিয়াজ আরজু।

বিজয়ী দুই জাপা কাউন্সির প্রার্থী হলেন— ২১ নম্বর ওয়ার্ডে মাহবুবার রহমান ও ৩১ নম্বর ওয়ার্ডে শামসুল হক।

কাউন্সিলর হিসেবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন— ৪ নম্বর ওয়ার্ডে মোখলেসুর রহমান তরু, ১০ নম্বর ওয়ার্ডে লাইকুর রহমান নাজু, ১২ নম্বর ওয়ার্ডে রবিউল আবেদীন রতন, ১৩ নম্বর ওয়ার্ডে ফজলে এলাহি, ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুল গাফফার, ১৯ নম্বর ওয়ার্ডে মাহমুদুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে মাহবুবার রহমান মঞ্জু, ২৫ নম্বর ওয়ার্ডে নুরন্নবী ফুলু ও ২৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রশীদ।

এদিকে, নারী কাউন্সিলর পদে বিজয়ী ১১ জনই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন— নাসিমা আখতার, বিলকিছ বেগম, সুইটি বেগম, জামিলা বেগম, সাহেদা বেগম, জাহেদা বেগম, ফেরদৌসি বেগম, হাসনা বানু মনোয়ারা সুলতানা, ফরিদা বেগম ও নাজমুন নাহার।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের আরও কাউন্সিলর জয়ী হওয়ার আশা করেছিলাম। তারপরও যে কয়েকজন বিজয়ী হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট।’

 

/এমএ/টিআর/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা