X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, গোলাগুলি

সিলেট প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ১২:৫৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৫:০৯

ক্যাম্পাসে রঞ্জিত গ্রুপের অনুসারীদের অবস্থান সিলেট শহরের টিলাগড় এলাকায় মুরারী চাঁদ (এমসি) কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকারের অনুসারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমসি কলেজের ভেতরে মিছিল করছিল।  মিছিলটি এমসি কলেজের পুকুরপাড়ে যাওয়া মাত্রই কলেজের ভেতরে প্রবেশ করে সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদ গ্রুপের অনুসারীরা। খবর পেয়ে রঞ্জিত গ্রুপের অনুসারীরা আজাদ গ্রুপের অনুসারীদের ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন রয়েছে। দুটি গ্রুপই সিলেট নগরীর টিলাগড় কেন্দ্রিক।

রঞ্জিত গ্রুপের নেতা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, টিলাগড় কেন্দ্রিক আজাদ গ্রুপের অনুসারীরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে এসে কলেজ ছাত্রলীগের ওপর হামলা চালানোর চেষ্টা করলে নেতাকর্মীরা তাদেরকে ক্যাম্পাস থেকে প্রতিহত করে।

টিলাগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সংঘর্ষের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে গোলাগুলির বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

/টিআর/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের