X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

উদ্ধারের চারদিন পর বাবার কোলে সেই শিশু

বরিশাল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ০২:৪০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০২:৫২

উদ্ধারের চারদিন পর বাবার কোলে সেই শিশু খালের কচুরিপানার ওপর থেকে উদ্ধার হওয়ার চারদিন পর ১৯ মাস বয়সী শিশু হাফিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলার আগৈলঝাড়া সমাজসেবা অধিদফতর। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল মঙ্গলবার গৈলা এলাকায় অবস্থিত বিভাগীয় বেবি হোম চত্বরে শিশু হাফিজকে তার বাবা নজরুল প্যাদার হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবি হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত।

গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামের বাসিন্দা দিনমজুর নজরুল প্যাদা। হারিয়ে যাওয়া ১৯ মাস বয়সের একমাত্র শিশু হাফিজকে ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। জানান, তাদের সংসারে চার মেয়ের পর একমাত্র ছেলে হাফিজ। তার স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। অর্থাভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

১২ জানুয়ারি শুক্রবার শিশু হাফিজকে নিয়ে তার মা নাসিমা বেগম বাড়ি থেকে বের হওয়ার পর হাফিজ নিখোঁজ হয়। ছেলে নিখোঁজের বিষয়ে তার মা নাসিমা বেগম কোনও উত্তর দিতে পারেননি। অনেক খোঁজ করার পর শিশুটির বাবা নজরুল প্যাদা জানতে পারেন, তার পুত্র বেবি হোমে রয়েছে। পরে তিন সেখানকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে শিশু হাফিজকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত চন্দ্রহার গ্রামের একটি খালের কচুরিপানার উপর ভাসতে দেখে স্থানীয়রা গত শুক্রবার শিশুটিকে উদ্ধার করেন। ওইদিনই গৌরনদী থানা পুলিশের কাছে হন্তান্তরের পর শিশুটিকে আগৈলঝাড়া বেবি হোমে আশ্রয় দেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা