X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর বন্দুকযুদ্ধে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

নীলফামারী প্রতিনিধি
২২ মে ২০১৮, ১০:০৮আপডেট : ২২ মে ২০১৮, ১০:২০

  নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে গোলাহাট বধ্যভূমি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তারা হলেন, উপজেলা শহরের নিচু কলোনী এলাকার জনী (৩৪) ও ইসলামবাগ এলাকার শাহিন (৩২)। সোমবার (২১ মে) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আটক মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, 'গোলাহাট বধ্যভূমি এলাকায় জসিয়ার রহমান জসি ও নূর বাবু নামে দু’জন মাদক ব্যবসায়ী মাদকের বড় চালান নিয়ে আসবেন। তাদের দেওয়া খবরের ভিত্তিতে আটক দু’জনকে নিয়ে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায় ও ককটেল ফাটানো হয়। এ ঘটনায় ওই দুই মাদক ব্যবসায়ী নিহত হয় এবং ৪ জন পুলিশ গুরুতর জখম হয়। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, সৈয়দপুর থানার দারোগা ওয়াদুদ হোসেন, কনস্টেবল মোকারম হোসেন, আমিরুজ্জমান ও রাশেদুল ইসলাম।’

তিনি জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা ও ককটেল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এলাকাবাসী জানায়, ওই দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নিয়ে যায় এবং ভোরে তাদের দুজনের মরদেহ গোলাহাট এলাকায় পাওয়া যায়।

আরও পড়ুন:

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আবারও চার জেলায় পুলিশ-র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড