X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের

নীলফামারী প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১৮:৪৮আপডেট : ২৬ মে ২০১৮, ১৮:৫৯

চিকলি নদীর ওপরের বাঁশের সাঁকো (ছবি- প্রতিনিধি)

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব ওসুরখাই ও পশ্চিম ওসুরখাইয়ের তোফায়েলের মোড় সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গেছে চিকলি নদী। এ নদীর ওপর নেই কোনও সেতু। সেতুর ওপর থাকা বাঁশের সাঁকোই ভরসা এ নদীর দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের। চিকলি নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বিপুল সংখ্যক মানুষকে। প্রতিবছর বর্ষাকাল এলেই খালে পানি বেড়ে যায়। এতে নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপার করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

আব্দুর রশিদ নামে এক বৃদ্ধ জানান, বছরের পর বছর ধরে তারা চিকলি নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। তাই বাঁশের সাঁকোই তাদের ভরসা। স্থানীয়রা নিজেদের উদ্যোগে প্রতিবছর এ সাঁকো তৈরি করেন বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, চিকলি নদী পাড়ি দিয়ে তাদের সৈয়দপুর শহরে যেতে হয়। উপজেলা পরিষদ, হাসপাতাল, বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান সবই সেখানে। বর্ষাকালে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় না।

স্থানীয়রা আরও জানান, জনপ্রতিনিধিরা তাদের দুর্ভোগ দেখেও দেখেন না। ভোট আসলে তারা সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি  দেন। কিন্তু এরপর আর খবর রাখেন না।

কামারপুকুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আনছারুল হক জানান, সেতু না থাকায় তাদের দুর্ভোগের সীমা নেই। সেতু থাকলে গাড়িতে করে সহজেই চলাচল করতে পারতেন তারা। কিন্তু সেতু না থাকায় তা পারেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বর্ষাকালে। ওই সময়টাতে সাঁকো দিয়ে পায়ে হেঁটে চলাচল করাটাও বিপদজনক হয়ে উঠে।

কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লোকমান হোসেন জানান, চিকলি নদীর ওপর সেতু না থাকায় দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

সৈয়দপুর উপজেলার স্থানীয় প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী এ এফ এম রায়হানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রচেষ্টায় সেতু তৈরির সব প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। আশা করি, বরাদ্দ পাওয়া গেলে নিয়মনুযায়ী কাজ শুরু হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে