X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে: আইজিপি

গাজীপুর প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৩ জুন ২০১৮, ১৭:৫০

কথা বলছেন জাবেদ পাটোয়ারী (ছবি- প্রতিনিধি) ঈদে ঘরে ফেরা মানুষদের উদ্দেশে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘নিরাপত্তার সাধারণ টিপসগুলো মানতে হবে। এতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে।’

বুধবার (১৩ জুন) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঈদ উপলক্ষে স্থাপিত পুলিশের কন্ট্রোলরুম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘আপনি নিজেই যদি নিজেকে অবহেলা করেন, তাহলে কীভাবে আরেকজনের সাহায্য পাবেন?’

তিনি আরও বলেন, ‘অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের তৎপরতা রয়েছে। ইতোমধ্যে তাদের বেশ কিছু গ্যাং ধরা পড়েছে। আমরা জনগণকেও বলতে চাই, রাস্তাঘাটে অপরিচিত কারও কাছ থেকে কোনও কিছু গ্রহণ করবেন না, বিশেষ করে কিছু খাবেন না।’

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং তাদের সার্বিক নিরাপত্তা দেখভাল করতে পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে আমরা এনফোর্স করার চেষ্টা করছি। ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার পথে আমরা পুলিশ মোতায়েন করেছি, বিশেষ আয়োজন করেছি, অতিরিক্ত জনবল দিয়েছি। সমন্বিতভাবে আমাদের জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রিজার্ভ পুলিশ –সবাই মিলে কাজ করছেন। বিভিন্ন জায়গায় কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে, যাতে অপর সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করতে পারি। এর বাইরে আমাদের ওয়াচ-টাওয়ার আছে, চেকপোস্ট আছে। সবকিছু মিলিয়ে আমাদের যে ব্যবস্থা, তাতে মানুষ নির্বিঘ্নে তাদের ঘরে ফিরতে পারবে।’

তিনি বলেন, ‘জলাবদ্ধতার কারণে মহাসড়কের সবটুকু অংশ আমরা ব্যবহার করতে পারছি না। পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা করলে গাড়ি দ্রুতগতিতে যেতে পারবে।’

এ সময় তার সঙ্গে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশের (ঢাকা বিভাগীয়) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের সুপার (এসপি) সফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর-রশিদ, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমীর হোসেন, জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা