X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আ.লীগের মেয়র প্রার্থী লিটনের পক্ষে মুক্তিযোদ্ধাদের প্রচার মিছিল

রাজশাহী প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ২১:৪১আপডেট : ১২ জুলাই ২০১৮, ২২:২৩

রাজশাহীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জাহান লিটনের পক্ষে মুক্তিযোদ্ধাদের মিছিল

আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলের মেয়র প্রার্থী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনি প্রচার মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই প্রচার মিছিল করা হয়।

বৃহস্পতিবার বিকালে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে নির্বাচনি প্রচার মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। প্রচার মিছিলে অংশ নেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। মিছিলটি নিউ মার্কেটের সামনে দিয়ে অলকার মোড় হয়ে জিরোপয়েন্টের পাশ দিয়ে সোনাদীঘীর মোড়, মনিচত্বর হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

গণসংযোগ করছেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন

সমাবেশে মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যে সোনার বাংলা গড়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশে, এই রাজশাহীতে স্বাধীনতার বিপক্ষের শক্তি যেন আর এমপি বা মেয়র না হতে পারে, ক্ষমতায় না আসতে পারে সেজন্য মুক্তিযোদ্ধাদের কাজ করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়ন থেমে গেছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে, এমন প্রচার করলে আমাদের বিজয় নিশ্চিত।

সমাবেশে আরও বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। এ সময় অন্যদের মধ্যে মহানগর কমান্ডার মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ডেপুটি কামান্ডার রবিউল ইসলাম, সাবেক কমান্ডার সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জেলা কমান্ডার শাহাবুল মাস্টার, অ্যাডভোকেট মতিউর রহমানসহ অন্যরা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

গণসংযোগ করছেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর আরডিএ মার্কেট, কাপড়পট্টি ও স্বর্ণপট্টি এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় বিভিন্ন দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ ও নৌকা মার্কায় ভোট চান। এরপর সাধারণ ব্যবসায়ী সমিতির অফিসে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ দেন খায়রুজ্জামান লিটন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অনেক উন্নয়ন করার আছে। নির্বাচিত হলে সবার পরামর্শ নিয়ে কাজ করা হবে। নগরীতে শিল্প-কারখানা গড়ে লক্ষাধিক ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এসিবি ফাউন্ডেশনের মাধ্যমে রাজশাহীর সব ব্যবসায়ীদের স্বল্প সুধের ঋণের ব্যবস্থা করবো।

গণসংযোগ করছেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন      

তিনি আরও বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, রাজশাহীর উন্নয়নের জন্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। নগরবাসীর কাঙ্ক্ষিত সব উন্নয়ন হবে।

খায়রুজ্জামান লিটন বলেন, নগরীতে পোস্টার লাগানোর অনেক জায়গা আছে। বিএনপি যদি নেতাকর্মীদের উৎসাহ না দিতে পারে, কাজে উজ্জীবিত না করতে পারে, এখানে আমাদের তো কোনও দায় নেই। 

তিনি আরও বলেন, গত পাঁচ বছর নগরীর কোনও উন্নয়ন হয়নি। সেই কারণে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপির মেয়র ও তার কর্মী-সমর্থকরা অপপ্রচারের লিপ্ত হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে