X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজ অধ্যক্ষের ওপর হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১৭:২৭আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:১৩

বখাটের হামলায় আহত অফিস সহকারী (ছবি- প্রতিনিধি)

হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। দিপন আহমেদ মুন্না নামের এক বহিরাগত ও তার সহযোগীরা এই হামলা চালায় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়দের সহযোগিতায় কলেজ শিক্ষার্থীরা দিপন আহমেদ মুন্নার এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বখাটে দিপন ও তার সহযোগীদের হামলায় নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর অধ্যক্ষসহ দুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বখাটে মুন্নার সহযোগী হুমায়ুন কবির (ছবি- প্রতিনিধি)

কলেজ শিক্ষার্থীরা জানান, নবীগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো বহিরাগত বখাটে দিপন আহমেদ মুন্না। এ নিয়ে ওই ছাত্রী অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের কাছে অভিযোগ দেন। আজ মুন্নাকে কলেজে ডেকে এনে সতর্ক করেন অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ। এ সময় অধ্যক্ষ আজাদের সঙ্গে তর্ক শুরু করে মুন্না। একপর্যায়ে অধ্যক্ষের ওপর হামলা করে সে ও তার সহযোগীরা। এতে ওই ছাত্রী, কলেজ অধ্যক্ষ ও আরও এক ব্যক্তি আহত হন। এ সময় কলেজ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মুন্নার সহযোগী হুমায়ুন কবিরকে আটক করে। তবে এর আগেই মুন্না মোটরসাইকেলে পালিয়ে যায়।

শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি- প্রতিনিধি)

এ ঘটনার পর হামলার প্রতিবাদে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে মুন্নাসহ বাকি বখাটেদের আটকের আল্টিমেটাম দেন তারা।

ওসি আতাউর রহমান বলেন, ‘পুলিশ ঘটনার খবর পেয়ে একজনকে আটক করেছে। ঘটনার মূলহোতা মুন্নাকে আটকের চেষ্টা করা হচ্ছে।’

 

/এমএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র