X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যশোরে পশুর হাট: ক্রেতার মুখে হাসি, বিক্রেতারা হতাশ

যশোর প্রতিনিধি
২২ আগস্ট ২০১৮, ০৩:২৭আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০৩:৩৯

শেষ দিনের কেনাবেচা (ছবি- প্রতিনিধি)

রাত পেরোলেই ঈদুল আজহা। শেষ রাত অবদি জমজমাট ছিল যশোরের বিভিন্ন পশুর হাট। গত কয়েক দিন তেমন বিক্রি না হলেও আজ (মঙ্গলবার) বেচাকেনার ধুম পড়েছিল। তবে পশু বেশি বিক্রি হলেও হাসি ছিল না বিক্রেতাদের মুখে। বেশিরভাগ বিক্রেতাই জানান, এ বছর তাদের কম দামে পশু বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে, সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনে হাসি মুখে ক্রেতাদের বাসায় ফিরতে দেখা গেছে।

আজ (মঙ্গলবার) রাত ২টার দিকে যশোর উপশহর পার্ক সংলগ্ন স্থানে বসা পশুর হাটে গেলে বিক্রিবাট্টা নিয়ে হতাশা ব্যক্ত করেন বিক্রেতারা। অন্যদিকে, ক্রেতারা জানান, দাম বেশি চাওয়া হচ্ছে। তবে দর কষাকষি করে  সাধ্যের মধ্যে পছন্দের পশুই কিনতে পারছেন তারা।

কথা বলতে গেলে হাট ইজারাদার কর্তৃপক্ষের লোকজনও হতাশা প্রকাশ করেন। বিল্লাল হোসেন নামে একজন বলেন, ‘গত দুই দিনে হাটে পাঁচ শতাধিক ছোট-বড় গরু উঠেছে। কিন্তু বেচাবিক্রি আশানুরূপ নয়। শতকরা তিন টাকা হাসিল নির্ধারিত হলেও দাম বুঝে তা দেড় থেকে আড়াই টাকা পর্যন্ত নিতে বাধ্য হচ্ছি।’

যশোর সদরের ঘুরুলিয়া এলাকার সিরাজুল ইসলাম হাটে এনেছেন একটি দশাসই ফ্রিজিয়ান গরু। দাম চাইছেন দুই লাখ ৮০ হাজার টাকা। আগের দিনে কেউ দরদাম না করলেও আজ একজন বলেছে, ২ লাখ ২০ হাজার টাকা।

শেষ রাতের পশুর হাট (ছবি- প্রতিনিধি)

তিনি বলেন, ‘খরচ মিটিয়ে যে দাম পাওয়ার কথা তা মিলছে না। আড়াই লাখের উপরে বিক্রি করতে না পারলে আমার ক্ষতি হয়ে যাবে। এখন পর্যন্ত (রাত ২টা) যে অবস্থা, তাতে গরুটি বিক্রি করা নিয়ে সংশয়ে রয়েছি।’

একই কথা জানান পৌর এলাকার খামারি আব্দুল মান্নান। তিনিও হাটে এনেছেন ফ্রিজিয়ান গরু, যার দাম চাইছেন ৩ লাখ ২০ হাজার টাকা।

১৩ মণের বেশি মাংস হবে দাবি করে আব্দুল মান্নান বলেন, ‘প্রতিদিন গরুর পেছনে ব্যয় ৪শ’য়ের বেশি। আজ বিক্রি করতে না পারলে খুব ক্ষতি হয়ে যাবে। এ গরুটির দাম উঠেছে আড়াই লাখ টাকা পর্যন্ত। তিন লাখের কমে এ গরু বিক্রি করবো না।’

হাটে নিয়ে আসা তিনটা গরুর মধ্যে দু’টি বিক্রি করেছেন ঝিকরগাছার লাউজানি এলাকার ইকরামুল হক। ৯০ হাজার করে দু’টি বিক্রি করলেও অবিক্রিত রয়েছে আরও একটি। এর দাম হেঁকেছেন এক লাখ টাকা, তবে ৯৭ হাজার টাকা হলে এ গরু ছেড়ে দেবেন বলেও জানান তিনি।

গরু কিনতে আসা শহরের আরএন রোড এলাকার কবির জানান, কোরবানির গরুর দাম এবার একটু বেশি। মোটামুটি সাইজের গরুর দাম এক লাখ টাকা চাইছে। বাজেট কম থাকায় কিনতে পারিনি। পরে ৭০ হাজার টাকা দিয়ে একটা কিনেছি, এটা ভালো।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা