X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তালা ভেঙে অনশন, যাওয়ার সময় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৮

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অফিসে ভাঙচুর ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসে ভাঙচুর চালিয়েছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা। নগরীর নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী জানিয়েছেন, নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি জমির উদ্দীন মানিক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দীনের নেতৃত্বে ‍‍‌‌‌কিছু নেতাকর্মী দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপি অফিসের তালা ভেঙে সেখানে অনশন কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা অফিসের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে অফিসের গেটে নতুন দুটি তালা লাগিয়ে চলে যান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় যারা ভাঙচুর করেছে তাদের আওয়ামী লীগের দালাল বলেছেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি নামধারী আওয়ামী লীগের দালালরা দলীয় কার্যলয়ে ভাঙচুর করেছে। হঠাৎ করে কাউকে কিছু না বলে অফিসের তালা ভেঙে চেয়ার ভাঙচুর করে তারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তবে বিষয়টি অস্বীকার করেছেন দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করে চলে আসি। ভাঙচুরের বিষয়ে আমি কোনও খোঁজ-খবর পাইনি। তালা ভেঙে ভাঙচুর করার বিষয়টি সত্য নয়।’

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। কিন্তু তারা গিয়ে সেখানে কাউকে পায়নি। বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে কোনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’

আরও পড়ুন- খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ রাজপথ: বিএনপি

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ