X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দেশের সব স্তরে দুর্নীতি-লুটপাট হয়েছে: ড. কামাল

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭

বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন (ছবি- প্রতিনিধি)

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশের সব স্তরে দুর্নীতি ও লুট হয়েছে। সরকারি দলের নেতারা এর সঙ্গে জড়িত। তাদের বিচার হয়নি।’

সুশাসন প্রতিষ্ঠা, তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে খুলনায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় হাদিস পার্কে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ড. কামাল হোসেন বলেন, ‘ব্যাংকের হাজার কোটি টাকা লুটের কোনও তদন্ত করেনি সরকার। এ জন্য তারা আসামি হতে পারে।’ চার হাজার কোটি টাকাকে অর্থমন্ত্রীর সামান্য বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই অর্থের মালিক আপনি নন, জনগণ।’

জনসভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সরকার জবাবদিহি করতে বাধ্য। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর নির্বাচন হতে দেওয়া হবে না।’ ইভিএমকে ‘যাদুর মেশিন’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘ইভিএম-এর চিন্তা বাতিল করতে হবে।’ এ ছাড়া, নির্বাচনের আগে বর্তমান মন্ত্রিসভা বাতিল করে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যেকোনও মূল্যে সরকারের ভোটচুরি ঠেকাতে হবে। ইভিএম ভোট কারচুপির মাধ্যম। এই প্রকল্প বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে হবে। এতে সরকার জনতার দাবি মানতে বাধ্য হবে। দেশে এখন সবচেয়ে বড় সংকট চলছে। চার মাসের মধ্যে ভোট; মানুষ ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’

জনসভায় সভাপতিত্ব করেন জেএসডির জেলা সভাপতি আ ফ ম মহসীন। বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফর উল্লাহ চৌধুরী ও জেএসডির কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। বক্তব্য রাখেন গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সম্পাদক আতাউর করিম ফারুক, বিকল্পধারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, জেএসডির সহ-সভাপতি দবির উদ্দিন জোয়ার্দ্দার, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তৌহিদ হোসেন, মাগুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ আউয়াল, জেএসডির সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা সাধারণ সম্পাদক কাওসার আলী সানা, স্থানীয় জেএসডি নেতা আব্দুল লতিফ, জিল্লুর রহমান, সুশাংশু সরকার, অধ্যক্ষ শেখ আব্দুর খালেক প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?