X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাধবদীর ‘জঙ্গি আস্তানা’য় আত্মসমর্পণকারী দুই নারী ৭ দিনের রিমান্ডে

নরসিংদী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৮:১১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:২৩

আদালতে নেওয়া হচ্ছে জঙ্গিদের (ছবি– প্রতিনিধি)

নরসিংদীর মাধবদীর ‘জঙ্গি’ আস্তানায় আত্মসমর্পণকারী দুই নারী খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫) ও ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌকে (২৪) সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান নাহিদ তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

শাহরিয়ার আলম জানান, দুই ‘জঙ্গি আস্তানা’য় দুই জনের নিহত ও দুই জনের আত্মসমর্পণের ঘটনায় মাধবদী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। আজ (বৃহস্পতিবার) পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দু’টি দায়ের করে। এদিন বিকালে মাধবদী ‘জঙ্গি আস্তানা’য় আত্মসমর্পণকারী দুই নারী মেঘলা ও মৌকে আদালতে হাজির করে তাদের ১৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুই জনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া মেঘলা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পশ্চিম বেলতৈল এলাকার খোরশেদ আলমের মেয়ে ও মৌ পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

সোমবার (১৫ অক্টোবর) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দু’টি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার সকাল ১০টায় বিল্লাল মিয়ার বাড়িতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সিটিটিসি ও সোয়াত টিম অভিযান শুরু করে। ছয় ঘণ্টার এই অভিযান শেষ হয় বিকাল ৪টায়। অভিযান শেষে আব্দুল্লাহ ও আকলিমার লাশ উদ্ধার করা হয়। তবে তারা পুলিশের গুলিতে মারা গেছে নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, গতকাল বুধবার নরসিংদীর মাধবদীতে ‘জঙ্গি আস্তানা’ থেকে দুই নারী আত্মসমর্পণ করে বলে জানান সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম। বুধবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে তারা আত্মসমর্পণ করে বলে সাংবাদিকদের জানান তিনি। এর আগে ওই আস্তানায় অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণে মাইকিং করা হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা