X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ উৎপাদন ছয় গুণ বেড়েছে: অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৯:২৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৯:৪৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ছয় গুণ বেড়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘শুরু থেকেই বর্তমান সরকারের বিদ্যুৎ নিয়ে অনেক বেশি চিন্তা-ভাবনা ছিল। এটা নিয়ে সরকার বেশি কাজ করেছে। আমরা শতভাগ সফল হয়েছি। বিদ্যুৎ উৎপাদন ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।’

শুক্রবার (১৯ অক্টোবর) সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে তিনি একথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশে এখন বিদ্যুৎ সংকট নেই। পুরো দেশ বিদ্যুতের আলোয় ঝলমল করছে। মানুষের জীবনমানের এখন উন্নয়ন হয়েছে। ফলে উৎপাদনও বেড়েছে। বিগত ১০ বছরে শেখ হাসিনা ঘোষিত সরকারের লক্ষ্যমাত্রা অনেকাংশে পূরণ হয়েছে। অবশিষ্ট কাজ পূরণ করতে এবং সরকারের উন্নয়ন ও জনবান্ধব উদ্যোগকে আরও দ্রুততর করতে জনগণের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর সেই অন্ধকার ঝুপড়ি নেই। পুরো দেশ বিদ্যুতের আলোর ঝলমল করছে। বাংলাদেশ যতটুকু উজ্জল হয়েছে, অন্ধকার করা যাবে না।’

নিজের অতীত দিনগুলোর স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী বলেন, ‘একসময় দেখতাম, দেশের চারিদিকে হাহাকার, দারিদ্র্য, মানুষের আর্তনাদ। এসব দেখে অনেক কষ্ট পেতাম। আমার জীবনের স্বপ্ন ছিল, সুযোগ পেলে এসব মানুষের ভাগ্য পরিবর্তনে কিছু করবো। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমার জীবনের অবসর সময়ে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুবাদে এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, এক্ষেত্রে সফল হয়েছি। এজন্য আমি তৃপ্ত এবং আনন্দিত। এটা সম্ভব হয়েছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন একটি দেশপ্রেমিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার কারণে। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি বলে এসব কাজ করার সুযোগ হয়েছে। তাই আমি আমার সংসদীয় আসনের জনগণের কাছে কৃতজ্ঞ।’

দেশের দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৫৮ শতাংশ। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে তা এখন ২২ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। আগামী পাঁচ বছর সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে সেটা ১০ শতাংশে নেমে আসবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা