X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৩ জেডিসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ২১:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২২:৪১

বগুড়া বগুড়ার ধুনটে তিন বখাটের বিরুদ্ধে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী তিন ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রবিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নলডাঙ্গা তিনমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ রাতে হাফিজুর রহমান (১৯) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় বিলচাপড়ী দাখিল মাদ্রাসার সহকারী সুপার আবদুর রহিম সোমবার দুপুরে ধুনট থানায় তিনজনের নাম উল্লেখ করে আট জনের বিরুদ্ধে মামলা করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রধান তিন আসামি হলো– ধুনটের নলডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জয় (১৮), ইউনুস আলীর ছেলে হাফিজুর রহমান (১৯) ও এনামুল হকের ছেলে মানিক মিয়া (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধুনটের এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদ্রাসার তিন জেডিসি পরীক্ষার্থীকে বখাটে হাফিজুর, জয় ও মানিক দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করে আসছিল। ধুনট মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে রবিবার বেলা ১টার পর তারা রিকশাভ্যানে বাড়ি ফিরছিল। নলডাঙ্গা তিনমাথা মোড়ে পৌঁছলে সাত-আটজন বখাটে তাদের পথরোধ করে। বখাটেরা তাদের আবারও প্রেম-প্রস্তাব দেয়। ছাত্রীরা তা প্রত্যাখ্যান করলে বখাটে হাফিজুর, জয়, মানিক ও তাদের সঙ্গীরা ছাত্রীদের চড়-থাপ্পড় দেয়। এরপর হাত ও পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে। ছাত্রীদের বাঁচাতে ভ্যানচালক শিহাব উদ্দিন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় ছাত্রীদের চিৎকারে স্থানীয়রা এলে বখাটেরা পালিয়ে যায়। এক ছাত্রী লিখিতভাবে ধুনট থানায় অভিযোগ করে। পুলিশ রাতে নিজ বাড়ি থেকে বখাটে হাফিজুর রহমানকে গ্রেফতার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, গ্রেফতার হাফিজারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আদালতে ওই ছাত্রীদের জবানবন্দি গ্রহণের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ