X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খুলনায় বিধি না মেনে বিএনপির মিছিল, পুলিশের বাধা

খুলনা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা খুলনায় বিএনপির নেতাকর্মীদের প্রচার মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিছিলের প্রস্তুতিকালে প্রায় ২০ মিনিট ধরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে চলে যায়। খুলনা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, দুপুর ২টার পর শোভাযাত্রা বা মিছিল করা যাবে বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন। এ বিধি না মেনে বিএনপি দুপুর ১২টায় মিছিল বের করার উদ্যোগ নেয়।’
খুলনা মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল জানান, বেলা ১১টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের কাছ থেকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ নিয়ে দলীয় কার্যালয়ে যান খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এ সময় প্রচার মিছিলের প্রস্তুতির আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়ায় বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ড. এস আর ফারুক, মোস্তফা কামাল, অ্যাডভোকেট আকতার জাহান রুকুসহ জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। তাদের নিয়ে বিএনপির দুই প্রার্থী একটি মিছিলের প্রস্তুতিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শাকিল আহমেদের নেতৃত্বে মিছিলে বাধা দেওয়া হয়।
এদিকে মিছিলে বাধা দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শাকিল আহমেদের পক্ষপাতিত্ব ও অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। মিছিলে বাধা পাওয়ার পর দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে খুলনা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘পুলিশের পক্ষপাতিত্ব ও অসৌজন্যমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা