X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আমি নির্বাচিত হলে দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না: শ ম রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১২:১৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১২:১৭





বক্তব্য রাখছেন শ ম রেজাউল করিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমি নির্বাচিত হলে কোনও দুর্নীতি, ঘুষ ও অনিয়ম আমাকে স্পর্শ করতে পারবে না। টিআর কাবিখা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে যে সকল কর্মকাণ্ড হয় সে সকল কর্মকাণ্ড থেকে অনৈতিক আয়ের দিকে আমি যেন ধাবিত না হই সেজন্য আমাকে দোয়া করবেন। ’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের ডা. এস কে মজুমদার কৃষি ও কারিগরি মহা বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘আমি শেখ হাসিনাকে কাছ থেকে চিনি। তিনি অনুগ্রহ করে তার হৃদয়ের বিশালতা দিয়ে আমাকে তার আওয়ামী লীগের আইন সম্পাদক করেছেন। আমি তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা কেউ নেতা নই। আমরা সবাই নৌকার কর্মী আর সেই নৌকার মাঝি শেখ হাসিনা এবং আমাদের আদর্শ বঙ্গবন্ধু।’
তিনি বলেন, আমিসহ অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। আমি মনোনয়ন পেয়েছি। আমি বিশ্বাস করি যারা মনোনয়ন চেয়েছিলেন তারা কেউ আমার চেয়ে অযোগ্য না । মনোনয়ন পাবার পর আমি সকলের কাছে গিয়েছি। আমি মনে করেছি সকলকে নিয়ে আমাকে চলতে হবে। তাই সকল আন্দোলন, সংগ্রাম ও আমাদের এগিয়ে যাওয়া সবকিছু আমরা একসঙ্গে করবো।
তিনি আরও বলেন, ‘পিরোজপুরে অনেক উন্নয়ন হওয়ার কথা ছিল কিন্তু তা কাঙ্খিত জায়গায় পৌঁছায়নি। আমরা সবাই মিলে এই জনপথকে আধুনিক ও উন্নত একটি শান্তির জনপথে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। সবশেষ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালানোহয়। বাংলার মানুষের দোয়া ও ভালবাসায় তিনি বেচে আছেন। শেখ হাসিনা আবার ক্ষমতায় না আসলে উন্নয়নের ধারাবাহিকতা থেমে যাবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জামাত বিএনপি ক্ষমতায় আসলে দেশে নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হবে। তারা ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা চালিয়ে সারাদেশকে একটা বার্ন ইউনিটে পরিনত করেছিল।
সিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিধান চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সহ সভাপতি শাজাহান খান তালুকদার, আব্দুল রাজ্জাক খান বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দফতর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেজবা উদ্দিন সাবু, এস এম বায়েজিত হোসেন প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে