X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় এলে বিএনপি-জামায়াত সব উন্নয়ন ধ্বংস করে দেবে: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

পথসভায় আ হ ম মুস্তফা কামাল (ছবি– প্রতিনিধি)

আসন্ন নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এলে বিএনপি-জামায়াত দেশের সব উন্নয়ন ধ্বংস করে দেবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দেওয়ায় গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।’

শুক্রবার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নে বিভিন্ন পথসভায় বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধিতে আমরা রেকর্ড করেছি। আমাদের মাথাপিছু আয় এখন দাঁড়িয়েছে ১৭৫১ মার্কিন ডলারে। দারিদ্র্যের হার কমে ২১ দশমিক ৮ ভাগ হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডেল্টা প্লান-২১০০ প্রণয়ন করা হয়েছে। দেশের বেকার যুব সমাজের জন্য ১০০টি বিশেষ অঞ্চলের মতো মেগা প্রকল্পের সাহসী উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত ১০ বছরে আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা আগে কখনও হয়নি। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, জঙ্গিবাদ-বাংলাভাইয়ের জন্ম হবে। উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে খুন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে। তাই দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না, দেশবাসী চায় নৌকায় ভোট দিয়ে আলোর পথে এগিয়ে যেতে।’

এ সময় নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা