X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পুলিশ সব কিছুতে বাধা দিচ্ছে: মঞ্জু

খুলনা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮

খুলনায় বিএনপির সংবাদ সম্মেলন খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির সভাপতি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেছেন, ‘খুলনা-২ আসনের ১৬টি ওয়ার্ডেই পুলিশ গত রাতে (শুক্রবার) তাণ্ডব চালিয়েছে। সম্রাট নামে এক কর্মীকে সন্ত্রাসীরা কুপিয়েছে। ১২ জনকে বিভিন্ন স্থান থেকে পুলিশ গ্রেফতার করেছে। সারারাত বাড়ি বাড়ি কান্না করেছে বিএনপি কর্মীদের পরিবারের সদস্যরা। ৩১ ও ১৬ নং ওয়ার্ডের চিত্র আরও করুণ। পুলিশ সব কিছুতেই বাধা দিচ্ছে। পোলিং এজেন্টদের নিরাপত্তা নেই। সেনাবাহিনীর টহল ও সহযোগিতা ছাড়া কর্মীরা ভোট কেন্দ্রে যেতে পারবে না।’

শনিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির জনপ্রিয়তা রয়েছে। ঐক্যফ্রন্টর ওপর জনতার আস্থা রয়েছে। সেনাবাহিনীকে মাঠে না দিয়ে ঘরে আটকে রাখা হয়েছে৷ ধানের শিষের পোস্টার স্তূপ করে পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। আমি কোনও এজেন্ট দিতে পারছি না। এজেন্ট তুলে নিয়ে গেছে। প্রস্তুত করা কাগজপত্র জোড় করে নিয়ে গেছে। এ পর্যন্ত ২৫টি অভিযোগ দিয়েছি। কিন্তু কোনোটিরই সুরাহা হয়নি।’

সকাল ৯টায় টুটপাড়া মডেল সরকারি স্কুলে ভোট দেবেন তিনি। তিনি বলেন, ‘আমার আসন থেকে গত ৩ দিনে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় সাবেক মেয়র নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির এই অভিযোগের বিষয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি)এডিসি ও মিডিয়া উইং প্রধান সোনালী সেন বলেন, ‘পুলিশ অহেতুক কাউকে হয়রানি বা গ্রেফতার করছে না। মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তদেরই কেবল ধরা হচ্ছে। যা পুলিশের নিয়মিত অভিযান। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করা হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল