X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ: বিজিবি মোতায়েন, কারখানা ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১৬:২৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:২৫

আশুলিয়ায় যানবাহনে ঢিল ছোড়ায় শ্রমিকদের বাধা দেয় পুলিশ। এসময় উভয় পক্ষে সংঘর্ষে ৫ শ্রমিক আহত হয়।

আশুলিয়ায় আজ শনিবার (১২ জানুযারি) টানা ৬ষ্ঠ দিনের মতো ৩৫টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় তারা মহাসড়কে প্রায় ২০টি যানবাহনে ভাঙচুর চালায়। শ্রমিকদের সড়ক থেকে সরাতে গেলে বেলা পৌনে এগারোটা থেকে পৌনে ১২টা পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীসহ ১০ জন শ্রমিক আহত হন। শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাপুর ও জিরাবো-কাঠগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করে রাখা হয়েছে। এছাড়াও শ্রমিক বিক্ষোভের কারণে ৩৫টি কারখানাতে আজ শনিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সরকার নির্ধারিত মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ এনে টানা ৬ষ্ঠ দিনের মতো কারখানায় প্রবেশ করার কিছু সময় পরপরই একে একে ৩৫টি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এসময় তারা বাইপাইল-আব্দুল্লাপুর ও কাঠগড়া-জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তবে অবরোধকালে তারা মহাসড়কে চলমান যাত্রীবাহী বাসসহ প্রায় ২০টি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এতে পাঁচ যাত্রী আহত হন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় উভয়পক্ষে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও জলকামান দিয়ে গরম পানি নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ৫ জন শ্রমিক আহত হন। পরে শ্রমিকরা মূল সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এছাড়াও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে। এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে রাখার কারণে আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই এলাকায় ফের যানচলাচল শুরু হয়।

এদিকে সকালে সাভারের উলাইল এলাকাতেও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে শ্রমিকরা। এসময় পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, আশুলিয়া জামগড়া এলাকাসহ আশপাশের প্রায় ৩৫টি কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসে যানবাহনে ভাঙচুর ও অবরোধ করে রাখে। এসময় তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করা হয় বলে তিনি জানান। শ্রমিক অসন্তোষের কারণে ওই এলাকার পোশাক কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ