X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ডাকাতির মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৯:৪৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

শাহরিয়ার আহম্মেদ সাজু নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ সাজু (২৪) ও তার দুই সহযোগীকে ডাকাতির মালামালসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাভার্ডভ্যান ডাকাতির মামলায় সোনারগাঁ পৌরসভার গোয়ালদী ও টিপরদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৬ জানুয়ারি) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতারকৃত শাহরিয়ার আহম্মেদ সাজু ও তার দুই সহযোগী রিয়াদ হোসেন রনি (২২) ও মামুন (২৩)-এর ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ডাকাতির ব্যাপারে সোনারগাঁ থানার এস আই আব্দুল হক সিকদার জানান, ৮ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিবরদী এলাকায় অবস্থিত চৈতি কম্পোজিটের ১৬৬ বস্তা কাপড়সহ একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ১৪-২৪১০) ঢাকার উত্তরা যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ত্রিবরদী ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে ডাকাতরা গতিরোধ করে। তারা গাড়িচালক আবদুর রহমান ও হেলপার মাইন উদ্দিনকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেয়। এরপর পণ্যবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে যায় তারা। ছিনতাই হওয়া মালামালের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। এ ঘটনায় চৈতি কম্পোজিটের ডেপুটি ম্যানেজার বদরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজু সম্পৃক্ত থাকার সত্যতা পায়।

তিনি আরও জানান, পরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গোয়ালদী ও টিপরদী এলাকায় অভিযান চালিয়ে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ সাজু, ছাত্রলীগ কর্মী রিয়াদ হোসেন রনি ও মামুনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুসারে গোয়ালদী গ্রামের জসিম উদ্দিনের অটোবাইক গ্যারেজ থেকে ১শ’ বস্তা কাপড় উদ্ধার করা হয়।

এর আগে ছিনতাই হওয়া কার্ভাডভ্যান ও ৬৬ বস্তা কাপড় উদ্ধার করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার এস আই আব্দুল হক সিকদার আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় মহাসড়কে যানবাহন, বাসাবাড়িতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ প্রসঙ্গে কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ডাকাতির মামলায় তিনজনের রিমান্ড আবেদন করা হলে আদালত বৃহস্পতিবার তাদের রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেছেন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে