X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জাবিতে নিয়োগ বাণিজ্যের তদন্তের দাবি শিক্ষকদের

জাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৮

 

শিক্ষকদের সগবাদ সম্মেলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পেছনে নিয়োগ বাণ্যিজ্যের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থী শিক্ষকদের জোট ‘সম্মিলিত শিক্ষক সমাজ’। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। তিনি বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিদায়ী ও বর্তমান নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়েছেন। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, নিয়োগ-বাণিজ্যের টাকার ভাগাভাগি নিয়ে এই সংঘর্ষ হয়। এমন খবরে সম্মিলিত শিক্ষক সমাজ লজ্জিত ও ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে এই বিবাদের সূত্রপাত হলেও একে জিইয়ে রাখার প্রশাসনিক ভ্রান্ত নীতি সংঘর্ষের মতো ঘটনার জন্ম দিয়েছে।’

এর আগে গত ৩০ জানুয়ারি ‘৬০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যে জাবি ছাত্রলীগে কোন্দল!’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে ছাত্রলীগের নিয়োগ বাণিজ্য ও একে কেন্দ্র করে অন্তঃকোন্দলের নানা তথ্য উঠে আসে। কোন্দলের জেরে আবাসিক হলগুলোতে আগ্নেয়াস্ত্র  ও দেশীয় অস্ত্র ঢোকার তথ্য উল্লেখ করে সংঘর্ষের আশংকা জানানো হয়। পরে গত ১৩ ফেব্রুয়ারি ছাত্রলীগের ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।      

সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অধ্যাপক নুরুল আলম।

একই সংবাদ সম্মেলনে নতুন বর্ষের শিক্ষার্থীদের ওপর র‍্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘বছরের পর বছর ধরে র‍্যাগিং নামক নির্যাতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ গ্রাস করছে। নতুন ব্যাচ ভর্তি হওয়ার পরপরই অব্যবহিত আগের ব্যাচের শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের ওপর নানা কায়দায় নির্যাতন চালায়। কখনও কখনও রাজনৈতিকভাবে ক্ষমতাশালী শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে। বছরের পর বছর এমন নিপীড়নের পরিবেশ বিরাজমান থাকা সত্ত্বেও প্রশাসন র‍্যাগিং বন্ধে কার্যকর কোনও উদ্যোগ নেয় নি।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক সমাজের আহ্বায়ক অজিত কুমার মজুমদর, যুগ্ম আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব জামাল উদ্দিন, শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা