X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মজুরি কমিশনসহ ৭ দফা দাবিতে আন্দোলনের হুমকি পাটকল শ্রমিকদের

খুলনা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৯

পাটকল শ্রমিকদের আন্দোলন (ফাইল ছবি) মজুরি কমিশন বাস্তবায়ন, কলগুলোতে পাট কেনার জন্য অর্থ বরাদ্দ, মজুরি কমিশনসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে খুলনার পাটকলগুলোতে শ্রমিকরা আবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৭ দফা বাস্তবায়ন না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে শনিবার ক্রিসেন্ট জুট মিলস, খালিশপুর জুট মিলসসহ খুলনার বেশ কয়েকটি পাটকলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। সেখানেও তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন। ক্রিসেন্ট জুট মিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী বলেন, ‘সরকার ঘোষিত জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’র অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ইস্পাত প্রকৌশল করপোরেশন, খাদ্য ও চিনি করপোরেশন এবং বিসিআইসির অধীনে প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়ন করা হয়েছে। অদৃশ্য কারণে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন পাটকল শ্রমিকদের মুজরী কমিশন বাস্তবায়নের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। দেশের পাট চাষীসহ পাট শিল্পের সঙ্গে জড়িত প্রায় কোটি মানুষ হতাশায় ভুগছে।’

খালিশপুর জুট মিল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মোশারেফ হোসেন বলেন, ‘পাটকলগুলোতে শ্রমিকদের সপ্তাহিক বকেয়া মজুরী, কর্মচারী-কর্মকর্তাদের বকেয়া মাসিক বেতন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্রাচ্যুইটি, পাট মৌসুমে পাট কেনার জন্য অর্থ বরাদ্দ, শ্রমিকদের সপ্তাহের বিল সপ্তাহ অন্তর পরিশোধের দাবিসহ সারা দেশের পাটকল শ্রমিকদের দাবি বাস্তবায়নে  বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের উদ্যোগে একটি দাবিনামা গত ১১ ফেব্রুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদফতরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত ওই দাবিনামায় আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব দাবি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে ২৫ ফেব্রুয়ারি আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়।’

আন্দোলন কর্মসূচির প্রস্তুতি হিসেবে গত শনিবার ক্রিসেন্ট জুট মিলে সিবিএ’র সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে ও খালিশপুর জুট মিলে কার্যকারী সভাপতি শওকত মোড়লের সভাপতিত্বে পৃথক শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।

ক্রিসেন্টের সমাবেশে বক্তৃতা করেন ক্রিসেন্ট জুট মিলের সিবিএ'র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, সিবিএ নেতা বাচ্চু মিয়া, মিজানুর রহমান, আ. হামিদ ফারুক, আবুল হোসেন হারুন, আ. সালাম, কালাম, মো. ইসমাইল হোসেন, মো. সিদ্দিক, নুরুল হক, আ. হান্নান। খালিশপুর জুট মিল সমাবেশে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মোশারেফ হোসেন, আ. মজিদ বকুল, মো. আশরাফ আলী, কামাল হোসেন সেন্টু, আ. রহিম হাওলাদার, আল মামুন, মিল্টন মোল্যা, মো. সাহিদুল ইসলাম। সমাবেশে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে শ্রমিক নেতারা উল্লেখ করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?