X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ধুনটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ,আহত ১৩

বগুড়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩০

বগুড়া বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুসহ উভয়পক্ষে ১৩ নেতাকর্মী আহত হয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই খোকনের সোমবার বিকালে মনোনয়নপত্র দাখিলের কথা ছিল। এজন্য দুপুরের আগে থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকেন। বেলা সাড়ে ১২টার দিকে নেতাকর্মীদের ভিড়ে ধাক্কা লাগার ঘটনায় বনি আমিন মিন্টুর সঙ্গে এমএ তারেক হেলালের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হেলালের লোকজন ক্ষিপ্ত হয়ে মিন্টুকে মারধর করেন। খবর পেয়ে মিন্টুর লোকজন হেলালের লোকজনের ওপর হামলা করলে দুঈপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ইউপি সদস্য ডাবলু, যুবলীগ নেতা বনি আমিন মিন্টুসহ ১৩জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ইউপি সদস্য ডাবলুর অবস্থা আশংকাজনক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, ‘দলীয় প্রার্থীর মনোনয়ন দাখিল উপলক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হন। সেখানে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ