X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ধর্ষণের প্রতিবাদ করায় বন্ধুদের দিয়ে প্রেমিকাকে হত্যা’

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৫:৫৬আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:৪৫

পুলিশের হাতে আটক জুবায়ের হবিগঞ্জে আলোচিত রুমানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের ভাষ্য, ‘বন্ধুদের কাছ থেকে পাঁচশ টাকা করে নিয়ে প্রেমিকা রুমানাকে তাদের হাতে তুলে দেয় জুবায়ের আহমেদ। তার বন্ধুরা সারারাত রুমানাকে ধর্ষণ করে। এর প্রতিবাদ করলে জুবায়েরসহ তার বন্ধুরা রুমানাকে গলা কেটে হত্যা করে রাতেই পালিয়ে যায়।’
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জুবায়েরকে শুক্রবার (৮ মার্চ) রাতে আটক করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর তিনজনকে কয়েকদিন আগে গ্রেফতার করে পুলিশ। পিবিআই থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হবিগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার কুতুবুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ‘২০১৮ সালের ৪ আগস্ট বাহুবল উপজেলার রাজাপুর গ্রামের রুমানা আক্তারকে (২২) রাতের আঁধারে বিভিন্ন প্রলোভনে ঘর থেকে বের করে আনে একই গ্রামের ফুল মিয়ার ছেলে জুবায়ের আহমেদ। পরে জুবায়েরসহ তার বন্ধুরা রুমানাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় রুমানা প্রতিবাদ করলে জুবায়েরসহ তার বন্ধুরা রুমানাকে গলা কেটে হত্যা করে।’
পরদিন বাড়ির পাশের জমি থেকে রুমানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ আগস্ট রুমানার মা বানেছা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন। গত বছরের ৪ ডিসেম্বর মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত করেন পিবিআই-এর পরিদর্শক মাইনুল ইসলাম। গত ৬ মার্চ বাহুবল উপজেলার স্নানঘাট এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাইফুর রহমানকে আটক করা হয়।
তার স্বীকারোক্তিতে একই দিন অপর সহযোগী মামুনুর রশিদকে রাজাপুর থেকে আটক করা হয়। এরপর আরেক সহযোগী একই গ্রামের আবু সাঈদকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার মূলহোতা প্রেমিক জুবায়েরকে শুক্রবার (৮ মার্চ) রাতে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, ‘জুবায়ের ছাড়া অপর তিন অভিযুক্ত আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জুবায়েরের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মার্চ) রাতে রাজাপুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে মামলার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম ও মোক্তাদির আলম উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের কথা শুনলে কিছু উপদেষ্টা ভয় পান: আমিনুল হক
নির্বাচনের কথা শুনলে কিছু উপদেষ্টা ভয় পান: আমিনুল হক
অনলাইনে টিকিট ছেড়ে বিপাকে বাফুফে, দ্রুত সমাধানের আশ্বাস
অনলাইনে টিকিট ছেড়ে বিপাকে বাফুফে, দ্রুত সমাধানের আশ্বাস
ডিএনএ মিললেও পিতার স্বীকৃতি মেলেনি, হুমকিতে বিপর্যস্ত মা
ডিএনএ মিললেও পিতার স্বীকৃতি মেলেনি, হুমকিতে বিপর্যস্ত মা
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান নুর
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান নুর
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি