X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘জাল ভোট দিতে গেলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেওয়া হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১০:২৭আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১০:৩০

উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে উপজেলা পরিষদসভা কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গেলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান। নির্বাচনে প্রার্থীদের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘যে হাতে জাল ভোট দিতে আসবেন সেই হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আগের দিন রাতে কেউ যদি চিন্তা করেন জাল ভোট দিতে আসবেন তবে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। তাদের আর বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে না। সোজা জেল হাজতে পাঠানো হবে।’

সোমবার (১৮ জুলাই) বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের নিয়ে উপজেলা পরিষদসভা কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় ওসি এসব কথা বলেন।  

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের উদ্দেশে ওসি বলেন, ‘যারা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নিয়ে নির্বাচনি প্রচারণায় নেমেছেন তাদেরকে দ্রুত পরিহার করুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেখে কেউ ভোট দেয় না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করলে যে প্রার্থী যতই শক্তিশালি হোক না কেন তাদের গ্রেফতার করা হবে। কোনও প্রার্থী এলাকায় প্রতিপক্ষের সঙ্গে মারামারিতে লিপ্ত হতে পারবেন না। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটান তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ -অঞ্চল) খোরশেদ আলম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন। আমরা তার দায়িত্ব পালন করছি।’

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে তার ভাই মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল, শাহজালাল, বাবুল ওমর, এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া, শাহ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, মাহমুদা আক্তার ফেন্সি, হেলেনা আক্তার,  ফরিদা পারভীন শ্যামলী।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা