X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তাহিরপুরে লাখো মানুষের পুণ্যস্নান

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১৯:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২৩:৩২

সুনামগঞ্জের তাহিরপুরে লাখো মানুষের পুণ্যস্নান দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তীর্থস্থান সুনামগঞ্জ সীমান্তের তাহিরপুরের জাদুকাটা নদীতে এবার লাখো পুণ্যার্থীর সমাগম ঘটেছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টা ৭ মিনিট ৫৪ সেকেন্ড থেকে শুরু হয়ে রাত ১টা ২০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত স্নানের তিথি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্নানের জন্য তাহিরপুরে সমবেত হয়েছেন পুণ্যার্থীরা।

হিন্দু ধর্মাবলম্বীরা জানান, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে জাদুকাটা নদীতে স্নান করলে সব পাপ মোচন হয় বলে প্রচলিত আছে। পুণ্য লাভের আশায় প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এই সময়ে লাখো মানুষ আসেন জাদুকাটা বা পুণ্যতীর্থে স্নান সারতে। এ নদীতে স্নান করাকে অনেকে গঙ্গাস্নানের সমতুল্য মনে করেন।

প্রচলিত আছে, ১৪০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মাকে গঙ্গাস্নান করানোর জন্য যোগ সাধনা বলে পৃথিবীর সমস্ত তীর্থের জল জাদুকাটা নদীর প্রবহমান জলের ধারায় একত্রিত করে মাতৃআজ্ঞা পূরণ করেছিলেন তখনকার লাউর রাজ্যের সাধক ও সিদ্ধপুরুষ অদ্বৈতচার্য। তার সাধনাসিদ্ধ ফল বারুনী যোগ নামে অভিহিত। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গা, যমুনা, সরস্বতীসহ সাত পুণ্যনদীর প্রবাহ একসঙ্গে জাদুকাটায় (পুণ্যতীর্থে) এসে মিশে বলেও বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। এজন্য তারা মনে করেন সব তীর্থের সেরা তীর্থ এটি। এখানে স্নান করলে গঙ্গাস্নানের চেয়েও বেশি পুণ্য হয় বলে বিশ্বাস রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। সুনামগঞ্জের তাহিরপুরে লাখো মানুষের পুণ্যস্নান

পুণ্যতীর্থ বারুনী স্নান উদযাপন কমিটির সদস্য সচিব কানন বন্ধু রায় জানান, ‘এবার স্নানের যোগ, আবহাওয়া, এমনকি সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভালো। তাই পুণ্যার্থীর আগমন বেশি হয়েছে।’

মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি প্রসঙ্গে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, ‘আখড়াবাড়ী, পুণ্যতীর্থধামে গঙ্গাস্নান, গড়কাটি ইসকন মন্দির, বারুনী মেলা ও ওরস মোবারক আস্তানায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর চারটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও দু’জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মেটাল ডিটেকটর দিয়ে আগতদের দেহ, ব্যাগ তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ডিএসবি, সাদা পোশাকধারী পুলিশ, গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি রয়েছে। ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে যাতায়াতকারীদের নিরাপত্তার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি প্রতিরোধে একাধিক পুলিশ ও বিজিবির টহল দল রয়েছে।’

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা