X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জামালপুরে বখাটের উৎপাতে কিশোরীর আত্মহত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১০:৩৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১০:৩৯

জামালপুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বখাটের উৎপাতে অন্তরা সাহা (১৫) নামে এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।  সোমবার ( ২২ এপ্রিল) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাঞ্চেরপাড় গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অন্তরা সাঞ্চেরপাড় গ্রামের ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার মেয়ে।

নারায়ণ চন্দ্র সাহা অভিযোগ করে বলেন, ‘সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকার মতি তালুকদারের ছেলে তানিন তালুকদার আমার মেয়েকে পঞ্চম শ্রেণি থেকে উত্যক্ত করে আসছে। তাকে এবং তার বাবা-মাকে বহুবার জানিয়েছি কিন্তু তাদের ছেলেকে শাসন করেনি। গত ২০ এপ্রিল আমার মেয়ে অন্তরা বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মুখ চেপে ধরে সেলফি তুলে সে তার ফেসবুকে ছেড়ে দেয়। ওই ছবি ফেসবুকে তার বন্ধুদের কাছেও ছড়িয়ে দেয়। এ বিষয়টি অন্তরা আমাকে জানালে আমরা বখাটে যুবকের বাবা-মাকে অবহিত করি। কিন্তু কোনও গুরুত্ব দেয়নি তার অভিভাবক। ফেসবুকে ছবি দেওয়ার পর থেকেই মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিল। এ কারণেই সে আত্মহত্যা করেছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, অন্তরা সাহা সরিষাবাড়ী পৌর এলাকার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে  সোমবার সন্ধ্যার দিকে সরিষাবাড়ী আরামনগর বাজারের একটি কোচিং সেন্টার থেকে পড়ালেখা শেষে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বাড়িতে যায়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা নমিতা রাণী সাহা মেয়েকে খুঁজে না পেয়ে ঘরে মেয়ের কক্ষে খুঁজতে যান। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকেই ঘরের ধর্ণার সাথে ঝুলন্ত অন্তরাকে দেখতে পায়। পরে স্বজনরা তাকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন,  ‘ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু