X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রায়পুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ মে ২০১৯, ১২:৫২আপডেট : ১২ মে ২০১৯, ১২:৫৯

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীর তীরের মাছ ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আবারও  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুরে চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (১০ মে) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর তীরে চান্দার খাল নামক স্থানে একটি অবৈধ মাছ ঘাট সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি আ.লীগের সভাপতি আলতাফ হোসেন হাওলাদারের দখলে ছিল। সম্প্রতি উপজেলা নির্বাচনে আলতাফ হোসেন হাওলাদার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে স্থানীয় ওসমান খাঁনকে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি ঘোষণা করেন উপজেলা আ.লীগ। এ ঘটনায় ওসমান খান ও আলতাফ হোসেনের অনুসারীদের মধ্যে কয়েক দফা মারামারি হয়। এর জের ধরে গত শুক্রবার দুপুরে ওসমান খানের লোকজন আলতাফ হোসেনের অবৈধ মাছের আড়ত দখল করতে যান। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনার পর থেকেই আলতাফ হোসেন হাওলাদারের অনুসারীরা শনিবার সকালে খাসেরহাট বাজার এলাকায় ওসমান খানের  লোকজনের বাড়ি ও স্থানীয় আ.লীগের দলীয় কার্যালয় হামলা করে ভাঙচুর চালিয়ে নারীসহ ১২ জনকে আহত করে।

সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার দাবি করেন, ‘উপজেলা নির্বাচন থেকেই তারা এলাকায় একের পর এক হামলা- ভাঙচুর চালিয়ে আমার সর্মথকদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে। গত দুইদিনের হামলাও তারা নিজেরাই করে আমার ওপর দোষ চাপাচ্ছে।’   

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ‘ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে আদালতে ও থানায় একাধিক মামলা রয়েছে। আবার কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড