X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনে আ.লীগ প্রার্থীর বিরোধিতা করায় ১৭ জন বহিষ্কার

মাদারীপুর প্রতিনিধি
১১ জুন ২০১৯, ২০:৪০আপডেট : ১১ জুন ২০১৯, ২০:৪৯





মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ানো আওয়ামী লীগের প্রার্থী কাজল কৃষ্ণ দে’র বিরোধিতা করায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমসহ ১৭ জনকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বহিষ্কারের ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা। এছাড়াও জেলা কমিটির ছয় জনকে বহিষ্কারের জন্য সুপারিশ কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে।
যাদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে তারা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, সহ-সভাপতি কুদ্দুস মল্লিক, মজিবর রহমান খান, সোহরাব খান, সিরাজুল ইসলাম আবুল, ফারুক খান, রশিদ গৌড়া, সৈয়দ মমসাদউজ্জামান, নজরুল ইসলাম মুন্সী, আলী ইসলাম তালুকদার, রেজাউল আলম বাচ্চু খান, মোহাম্মদ আলী মুন্সী, মনির হোসেন হাওলাদার, দেলোয়ার খান, জাহাঙ্গীর জমাদ্দার, মাহবুব হাওলাদার, মজিবর রহমান।
বহিষ্কারের প্রস্তাব পাঠানো হয়েছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব খান ও নূরুল আলম বাবু চৌধুরীর নাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘একটি ক্ষমতাবান চক্র আওয়ামী লীগের ক্ষমতায় এতদিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, এখন তারা নিজেদের ক্ষমতা জাহির করতে নৌকার বিরোধিতা করছেন। এই কাজে দলীয় যেসব নেতাকর্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। প্রাথমিক পর্যায়ে জেলা কমিটির কার্যানির্বাহী সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেলা কমিটির ছয় জনকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্রে তাদের বিরুদ্ধে এসব বিষয়ের প্রমাণও পাঠানো হয়েছে। এছাড়া তাদের সঙ্গে যেসব ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী কাজ করছে তাদের বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে তথ্য জানানো হয়েছে। আশা করি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সিরাজ ফরাজী, অ্যাড. সুজিৎ চ্যাটার্জী বাপ্পীসহ দলীয় নেতা-কর্মীরা।



/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা