X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বেড়াতে গিয়ে তুরাগ নদীতে নিখোঁজ কলেজছাত্রের খোঁজ মেলেনি দুই দিনেও

গাজীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ২০:৪৪আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২০:৫৩

তুরাগ নদীতে নিখোঁজ রুবেলের খোঁজ করছেন উদ্ধারকর্মীরা গাজীপুরের কালিয়াকৈরে নৌকায় চড়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তুরাগ নদীতে নিখোঁজ কলেজছাত্রের কোনও খোঁজ মেলেনি দুিই দিনেও। নিখোঁজ রুবেল হোসেন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকার রবি মিয়ার ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, রবিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ জন বন্ধু ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে তুরাগ নদী পথে কালিয়াকৈরের মকশ বিলের উদ্দেশে বেড়াতে বের হয়। পথে তারা তুরাগ নদীর ডুবাইল এলাকায় পৌঁছালে সাঁতরে পার হওয়ার জন্য দুই বন্ধু রুবেল ও শাহান ওরফে কাওসার নদীতে ঝাঁপ দেন। সাঁতরে স্রোতের বিপরীতে কিছুদূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে যান এবং রুবেল পানিতে তলিয়ে যান। এসময় অন্য বন্ধুরা শাহানকে উদ্ধার করলেও রুবেল নিখোঁজ হন। তাকে উদ্ধারের জন্য তার বন্ধুরা ৯৯৯ এ কল দিয়ে সাহায্যের আবেদন করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধারের কাজ শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তুরাগ নদীর ওই এলাকায় তল্লাশি চালিয়েও নিখোঁজ রুবেলের সন্ধান পাওয়া যায়নি। এদিকে সোমবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থানীয় উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও নিখোঁজ শিক্ষার্থীর স্বজনরা নৌকা নিয়ে তল্লাশি চালিয়েও তার কোনও খোঁজ পাননি। তুরাগ নদীতে নিখোঁজ রুবেলের খোঁজ করছেন উদ্ধারকর্মীরা

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, ‘সোমবার সন্ধ্যা ৮টা পর্যন্ত রুবেলকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারের সব রকম চেষ্টা চালানো হচ্ছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা