X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রিফাত হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামির জামিন

বরগুনা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৬

আরিয়ান হোসেন শ্রাবণ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি আরিয়ান হোসেন শ্রাবণের (১৬) জামিন মঞ্জুর করেছেন আদালত।  বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। গত ১৮ জুলাই এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে শ্রাবণ আদালতে জবানবন্দি দিয়েছিল।

গত ৮ জুলাই শ্রাবণকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। ওইদিন বিকালে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিন রিমান্ড শেষে শ্রাবণকে ফের একই আদালতে হাজির করে দ্বিতীয় দফায় আবার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পরে দ্বিতীয় দফায় আদালত শ্রাবণের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় দফার রিমান্ড শেষে শ্রাবণ বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর থেকে কারাগারে ছিল সে।

এ বিষয়ে আরিয়ান শ্রাবণের আইনজীবী গোলাম মোস্তফা কাদের জানান, গত ২৪ জুলাই বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরিয়ান শ্রাবণের জামিনের আবেদন করা হয়। কিন্তু শুনানি শেষে ওইদিন আদালত আবেদন নামঞ্জুর করেন। এরপর গত ১ আগস্ট বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে শ্রাবণের জামিনের জন্য মিস কেস দাখিল করেন তিনি। গত ১ সেপ্টেম্বর এই মিস কেসের আংশিক শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গ শুনানির জন্য আদালত ৪ সেপ্টেম্বর (বুধবার) দিন ধার্য করেন। পরে বুধবার বিকালে পূর্ণাঙ্গ শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত শ্রাবণের জামিনের আদেশ দেন।

এদিকে গতকাল এ মামলার চার্জশিট দাখিলের পর প্রথম ধার্য তারিখে শ্রাবণসহ অন্য ছয় অপ্রাপ্তবয়স্ক আসামিকে যশোর শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এই দু ভাগে চার্জশিট বিভক্ত করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক অংশের ১৪ নম্বর আসামি করা হয়েছে শ্রাবণকে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা