X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তারা মিথ্যা গল্প ফেঁদেছে: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতার আনা আর্থিক অনিয়ম অভিযোগ বানোয়াট বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উপাচার্য বলেন, ‘তারা মিথ্যা গল্প ফেঁদেছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মাননীয় আচার্যকে তদন্ত করতে বলবো।’ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৪৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের পাল্টাপাল্টি বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে প্রকল্পের ঠিকাদারি এবং চার থেকে ছয় শতাংশ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন উপাচার্য। অন্যদিকে, উপাচার্য ও তার পরিবারের বিরুদ্ধে জাবি ছাত্রলীগকে এক কোটি ৬০ লাখ টাকা বাটোয়ারা এবং ঠিকাদার নিয়োগে কমিশন বাণিজ্যের অভিযোগ তোলে কেন্দ্রীয় ছাত্রলীগ। উপাচার্যের অভিযোগের জবাব এবং আত্মপক্ষ সমর্থন করে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে পাল্টা এ অভিযোগ তোলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ছাত্রলীগের অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘অর্থ লেনদেনের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট গল্প। টাকাপয়সা নিয়ে তাদের সঙ্গে আমার কোনও কথা হয়নি। তারা তাদের মতো করে কাজ করে। তারা কার কাছে কমিশন পায় বা না পায় তা আমি জানি না। এ বিষয়ে তারা আমাকে ইঙ্গিত দিলে আমি বলেছি, “টাকাপয়সা নিয়ে কোনও আলাপ তোমরা আমার সঙ্গে করবে না। তোমরা যা চাও তা তোমাদের মতো করে করো।” এ বিষয়ে প্রধানমন্ত্রীও জানেন।’

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা মিথ্যাচার করছেন উল্লেখ করে উপাচার্য বলেন, ‘তাদের মূল উদ্দেশ্য ছিল, তারা ঠিকাদারের কাছ থেকে কিছু শতাংশ নেবে। তারা এ বিষয়ে আমাকে ইঙ্গিত দিয়েছে। কিন্তু আমার কাছে এসে তারা হতাশ হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে যে খোলা চিঠি লিখেছে তা সম্পূর্ণ মিথ্যা।’

বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাম্পাসে আন্দোলনের মাধ্যমে কিছু মানুষ আমাকে দুর্নীতিবাজ বানাতে চাচ্ছে। তাই আমি চাই, দুর্নীতি যেই করুক তা তদন্ত করা হোক। যে বা যারা বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করেছে তার তদন্ত হোক।’

তদন্তের মাধ্যমেই সত্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে